X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কাবুলে হামলায় দায় স্বীকার তালেবানের, নিহত বেড়ে ১৮

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৮, ২২:২৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২২:৩৪





আফগানিস্তানের কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলার দায় স্বীকার করেছে তালেবান। এদিকে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হয়েছে। আহত হয়েছেন আরও ২২জন। এর আগে জঙ্গিদের সঙ্গে ১৬ ঘণ্টার লড়াইয়ের পর হোটেলটিকে জঙ্গিমুক্ত করে নিরাপত্তা বাহিনী। তারা হোটেলে থাকা দেড় শতাধিক অতিথিকে উদ্ধার করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কাবুলে অভিযান শেষে হতাহতদের উদ্ধার করে নিরাপত্তা বাহিনী

দ্য ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি রাষ্ট্রায়ত্ব হোটেল। এতে বিয়ে, কনফারেন্স আর রাজনৈতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়ে থাকে। ২০১১ সালেও তালেবানরা হোটেলটিতে হামলা চালায়। সে সময় ৯ হামলাকারীসহ ২১ জন নিহত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কাবুলের হোটেলগুলোর বিষয়ে সতর্কতা জারির একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো। বৃহস্পতিবারই মার্কিন দূতাবাসের জারি করা সতর্কতায় কাবুলের আরেকটি হোটেলের দিকে ইঙ্গিত করে বলা হয়, সন্ত্রাসী গ্রুপগুলো কাবুলের হোটেলগুলোতে হামলার পরিকল্পনা করছে। এ বিষয়ে আমরা সচেতন রয়েছি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ আল জাজিরাকে বলেন, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় নিহতদের মধ্যে ১৪ জন বিদেশি নাগরিক ও ৪ জন আফগান নাগরিক। এছাড়া নিরাপত্তাবাহিনীর অভিযানে ৪ হামলাকারী নিহত হয়েছে।
আফগান এয়ারলাইন কোম্পানি কাম এয়ার এক বিবৃতিতে বলেছে, হামলায় তাদের কয়েকজন কর্মী হতাহত হয়েছেন। ওই কোম্পানি হোটেলটিতে কর্মীদের থাকার ব্যবস্থা করতো। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, নিহতদের মধ্যে একজন ইউক্রেনিয়ান নাগরিক রয়েছেন। পাকিস্তানে আফগান রাষ্ট্রদূত ওমার জাখেলওয়াল বলেন, পাকিস্তানের করাচিতে নিযুক্ত আফগান কনসেল জেনারেলও এই হামলায় নিহত হয়েছেন।
কাবুলে নিযুক্ত আল জাজিরার সংবাদকর্মী জেনিফার গ্লাসি বলেন, কর্মকর্তা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং হোটেলটির ভেতরে আরও কেউ হতাহত হয়েছে কিনা তা খোঁজ করছেন।

হামলার শিকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল
এদিকে এই হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। তাদের পাঁচ সদস্য মিলে হামলাটি চালিয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আল জাজিরাকে বলেন, ‘আমাদের পাঁচ যোদ্ধা বিলাল, আইয়্যুব, খলিল, বাসার ও আবিদ ভবনটিতে অভিযান চালিয়েছে। এতে ১০ বিদেশি ও আফগান কর্মকর্তা নিহত হয়েছে।’ তবে আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চার অস্ত্রধারী হামলায় অংশ নিয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে কীভাবে হোটেলে প্রবেশ করলো তা খতিয়ে দেখা শুরু করেছেন তারা। তিন সপ্তাহ আগে হোটেলটির নিরাপত্তার দায়িত্ব একটি প্রাইভেট কোম্পানিকে হস্তান্তর করা হয়। তিনি জানান, সম্ভবত তারা রান্নাঘরের পিছনের দরজা ব্যবহার করে ভেতরে ঢুকেছে।
গত বছরের মে মাসে ট্রাক বোমা হামলায় দেড়শো জন নিহত হওয়ার পরে কাবুলের নিরাপত্তা জোরদার করা হয়। তারপরও হামলার ঘটনা ঘটেছে সেখানে। গত মাসে শিয়া কালচারাল সেন্টারে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়।

/আরএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!