X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১৭:১৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৮:০০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সোমবার ইসরায়েল সফরের দ্বিতীয় দিনে দুই নেতা এই বৈঠকে মিলিত হন। এদিন রাতে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমে নিজ অফিসে মাইক পেন্সকে স্বাগত জানান নেতানিয়াহু। তবে বৈঠক শেষে তারা আনুষ্ঠানিক কোনও সংবাদ সম্মেলনে করেননি।

২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় মিত্র ইউরোপসহ দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। প্রতিবাদে রাজপথে নেমে আসে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের মুক্তিকামী মানুষ। ফিলিস্তিন ছাড়িয়ে প্রতিবাদ-প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়ে মুসলিম দেশগুলোতে। ট্রাম্পের ওই সিদ্ধান্তের প্রতিবাদে মাইক পেন্সের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বয়কট করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ট্রাম্পের ওই বিতর্কিত স্বীকৃতির পর এই প্রথমবারের মতো শীর্ষস্থানীয় কোনও মার্কিন কর্মকর্তা ইসরায়েল সফর করলেন।

মধ্যপ্রাচ্যে খ্রিস্টানদের অধিকারের পক্ষে সরব মাইক পেন্সের ফিলিস্তিনের বেথেলহেম সফরেরও কথা রয়েছে। 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইসরায়েল দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিতে তিন বছর সময় লাগতে পারে। তবে পেন্সের এই সফরের প্রেক্ষিতে কেউ কেউ মনে করছেন এই প্রক্রিয়া স্বাভাবিকের চেয়ে আরও দ্রুত গতিতে হতে পারে। এমনকি জেরুজালেমে অবস্থিত যে কোনও মার্কিন কনস্যুলেটকে দূতাবাস হিসেবে ঘোষণা দিতে পারেন মাইক পেন্স।

এর আগে নেতানিয়াহু ইঙ্গিত দেন, অন্তর্বর্তীকালীন কোনও সিদ্ধান্ত খুব দ্রুত আসতে পারে। সেটা হতে পারে এক বছরের মধ্যেই। একই রকম ইঙ্গিত এসেছে হোয়াইট হাউস থেকেও। ট্রাম্প বলেছেন, ‘এক বছরের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে।’

উল্লেখ্য, ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। আর ইসরায়েল জেরুজালেমকে তাদের রাজধানী দাবি করে আসছে।

/এমএইচ/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ