X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিক্ষোভ মিছিল থেকে আটক পুতিনবিরোধী নাভালনি

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৮, ২১:৪৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২১:৪৬

রাশিয়ার পুতিনবিরোধী আন্দোলন ও বিরোধী  দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে রবিবার বিক্ষোভ মিছিল থেকে আটক করেছে দেশটির পুলিশ। আগামী মার্চে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন বয়কটের আহ্বানে নাভালনির ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল। নাভালনিকে আটকের আগে মস্কোতে তার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নাভালনিকে আটকের খবর জানিয়েছে।

পুতিনবিরোধী নাভালনিকে আটক করেছে রাশিয়ার পুলিশ

প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহজ পায় পাবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নাভালনি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন নাভালনি প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করে। সম্প্রতি এই নির্বাচনকে সাজানো আখ্যায়িত করে তা বয়কটের ডাকে এই বিক্ষোভের ডাক দেন পুতিনবিরোধী এই নেতা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নির্বাচনকে প্রভাবিত করার খুব কম ক্ষমতা রয়েছে রয়েছে নাভালনির। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণ বিক্ষোভকারীদের মধ্যে বেশ প্রভাব ফেলছেন তিনি। এই ঘটনাটি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনকে ক্ষুব্ধ করছে।

রবিবার বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘পুতিন চোর’ বলে স্লোগান দেন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা আগের চেয়ে কম ছিল বলে স্থানীয় রয়টার্স প্রতিনিধিরা জানিয়েছেন।

নির্বাচন বয়কটের দাবিতে রাশিয়ায় বিক্ষোভ

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, নাভালনি মস্কোর গুরুত্বপূর্ণ ভারস্কায়া ট্রিটে হাজির হন। এই স্থানটি ক্রেমলিন থেকে মাত্র কয়েকশ মিটার দূরে। এখানে কয়েকশ বিক্ষোভকারী তার সঙ্গে যোগ দেন। কর্তৃপক্ষ এই বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে।

ফুটেজে দেখা যায়, মাত্র কয়েক পা এগিয়ে যাওয়ার পরই হেলমেট পরিহিত পুলিশ কর্মকর্তারা তাকে ঘিরে ধরে। তারা তাকে চেপে ধরে ফুটপাতে। এরপর তাকে জোর করে একটি টহল গাড়িয়ে তোলা হয়।

নাভালনির ব্যক্তিগত টুইটারে একটি পোস্টে তাকে আটকের কথা বলা হচ্ছে। তবে তার সমর্থকরা বলছেন, এটা কোনও ব্যাপার না। ভারস্কায়া চলে আসুন। আপনারা আমার জন্য আসবেন না, নিজেদের ভবিষ্যতের জন্য আসুন।

পুতিনবিরোধী নেতার পরিচালিত একটি ওয়েবসাইটে বলা হয়েছে, তাকে মস্কোর একটি পুলিশ কারাগারে নেওয়া হয়েছে। যে অপরাধে তাকে আটক করা হয়েছে সেটার শাস্তি ৩০ দিনের কারাদণ্ড।

এর আগে রয়টার্স জানায়, নাভালনির ডাকে রবিবার কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নামেন। রাশিয়াজুড়ে বিক্ষোভ চলাকালেই রবিবার মস্কোতে নাভালনির কার্যালয়ে আচমকা অভিযান চালায় রাশিয়ার পুলিশ। অভিযানের সময় পুলিশ তার সমর্থকদের বিভিন্ন প্রশ্ন করতে থাকে। নাভালনির সমর্থকরা সামাজিক মাধ্যমে পুলিশের অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন।

রোমান রুবানভ নামের এক নাভালনি সমর্থক লিখেছেন, পুলিশ তাদের জানায় যে কার্যালয়ে নাকি বোমা রয়েছে। এটা শুনে তিনি আশ্চর্য হয়েছেন।

নাভালনির কার্যালয়ে পুলিশের অভিযান

এদিকে, রবিবার রাশিয়ার পূর্বাঞ্চলে ভ্লাদিভোস্তক বন্দরের প্রধান চত্ত্বরে নাভালনির কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট নির্বাচনকে সাজানো বলে উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে, সহজেই রুশ প্রেসিডেন্ট পুতিন নির্বাচনে জয় পাবেন।

বিক্ষোভকারীদের হাতে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, যখন আমি নির্বাচন করার সুযোগ পাব তখন ভোট দিতে যাব। আরেকটিতে লেখা হয়েছে, পুতিন রাশিয়ার ভবিষ্যৎকে অনিশ্চয়তা ফেলে দিচ্ছেন।

এই বন্দর নগর ছাড়াও নভোসিবার্স্ক, কুরগান, ওমস্ক, মাগাদান, কেমেরোভো ও ইয়াকুতস্কসহ ১১৮ নগর ও শহরে নাভালনির সমর্থকরা বিক্ষোভ করেন।

বিক্ষোভের আগে এক ভিডিও বার্তায় নাভালনি বলেন, আপনাদের নিজেদের জীবন সংকটের মুখে। এই চোর, গোঁড়া ও অস্থির মানুষদের আপনারা আর কতোদিন বাঁচতে চান এভাবে?

 

/এএ/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা