X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সেনা ক্যাম্পে হামলার ঘটনায় পাকিস্তানকে মূল্য দিতে হবে: ভারত

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৩
image

জম্মু ও কাশ্মিরে সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ‘পাকিস্তান সমর্থিত’ জঙ্গিদের দায়ী করে এর জন্য ইসলামাবাদকে মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে ভারত। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন অভিযোগ করেন, জঙ্গিদের হোতারা যে পাকিস্তানে ফেরত গেছে সে ব্যাপারে ভারতের কাছে যথেষ্ট প্রমাণ আছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।  

একটি মরদেহ নিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা
শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে জম্মু-কাশ্মিরের সুঞ্জওয়ানের সেনা ক্যাম্পের আবাসিক এলাকায় হামলা চালানোর পর একটি ভবনে ঢুকে পড়ে হামলাকারীরা। পরে তাদের ঘিরে সেনা ও পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা অভিযান শুরু করে। ৩০ ঘণ্টা পর ওই অভিযান শেষ হয়। ওই ঘটনায় পাঁচ সেনা সদস্য, এক বেসামরিক ব্যক্তি ও তিন হামলাকারী নিহত হয়। এ হামলাকে কেন্দ্র ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-এ-মোহাম্মদ এই হামলা চালিয়েছে। অন্যদিকে পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার আগেই মন্তব্য করার জন্য ভারতের সমালোচনা করেছে পাকিস্তান।

সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন হুমকি দিয়ে বলেছেন, এ ঘটনার জন্য পাকিস্তানকে ‘মূল্য দিতে হবে’।

সিতারমন বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বিস্তৃত করছে। অনুপ্রবেশের সহায়তার জন্য যুদ্ধবিরতির রঙ্ঘন করছে। এর জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে।’

কোনও তদন্ত ছাড়াই এভাবে দায়ী করার সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ‘এটা পূর্বনির্ধারিত। কিছু হলেই পাকিস্তানকে দায়ী করতে থাকে ভারত।’

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহ দমনে সরকারের নৃশংসতা আড়াল করতেই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় কোনোরকম সামরিক অভিযান না চালানোর বিষয়েও সতর্ক করেছে দেশটি। বিবৃতিতে বলা হয়,‘আমরা আশা করি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মানবাধিকার নিশ্চিত করতে ভারতকে চাপ দেবে বিশ্ব। একইসঙ্গে নিয়ন্ত্রণ রেখায় যেন তারা কোনও সামরিক অভিযান না চালায় সে আহ্বানও জানাই আমরা।’

/এফইউ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ