X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নেলসন ম্যান্ডেলাকে অনুসরণের আহ্বান সিরিল রামাফোসার

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৪৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৫৩

দায়িত্ব গ্রহণের পরের দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি সবাইকে নেলসন ম্যান্ডেলার পথ অনুসরণ করার আহ্বান জানান। ভাষণে তিনি দুর্নীতি, দারিদ্র্য, লিঙ্গ সমতা ও বর্ণ বিভাজন নিয়ে কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

নেলসল ম্যান্ডেলার পর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকা ব্যক্তিদের মধ্য এগিয়ে ছিলেন রামাফোসা। তবে ম্যান্ডেলা তাকে উত্তোরসূরী মনোনীত না করায় থমকে যায় তার স্বপ্ন। তখন রাজনীতি ছেড়ে ব্যবসা শুরু করেছিলেন রামাফোসা। কিন্তু শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে জ্যাকব জুমা পদত্যাগ করলে স্বপ্ন পূরণ হয় রামাফোসার।

বক্তব্যের শুরুতে রামাফোসা গত সপ্তাহজুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সত্বেও ধৈর্য্য ধরার জন্য দেশের নাগরিকদের ধন্যবাদ জানান। আর শান্তিপূর্ণ উপায়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য সদ্য সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকেও ধন্যবাদ দেন। তবে এই বক্তব্যের সময় জ্যাকব জুমা পার্লামেন্টে উপস্থিত ছিলেন না।

রাফাফোসা তার বক্তব্যে নেলসন ম্যান্ডেলার শত বছরের কর্মময় জীবনের দিকে আলোকপাত করেন। রামাফোসা বলেন, ‘সবার জন্য এক মুক্ত সমাজ গঠনের জন্য তিনি (ম্যান্ডেলা) যে পথচলা শুরু করেছেন আমরা তা অব্যাহত রেখেছি। এই সমাজে আইনের চোখে সব মানুষ সমান হবে, আমাদের ভূমির সম্পদের সমবণ্টনের মাধ্যমে সবাই উন্নত জীবন পাবে।’

রামাফোসা তার বক্তব্যে আশাবাদী হওয়ার ওপর বেশি ‍গুরুত্ব দেন। তিনি বলেন, ‘এই বছরটাকে আমরা নেলসন ম্যান্ডেলার স্মরণে উৎসর্গ করেছি। তার গণতান্ত্রিক, ন্যায্য ও ন্যায়সঙ্গত সমাজের স্বপ্ন পূরণের জন্য আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি উদ্যোগ ও প্রতিটি কথাকে নিয়োজিত করবো। তার দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের নৈতিক আচরণ ও নৈতিক নেতৃত্ব পুণর্গঠনে এই বছরটা ব্যয় করবো।’

প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণে রামাফোসা দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য কার্যকর প্রচেষ্টা নেবেন বলে জানান। বিশেষ করে বেকার যুবকদের জন্য আগামী বছরের মধ্যে ১০ লাখ কাজের সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথা জানান তিনি।

২০১৯ সাল পর্যন্ত মেয়াদ ছিল দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার। কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই জেরে তাকে দলীয় প্রধানের পদও ছাড়তে হয়েছিল। সংসদে তার বিরুদ্ধে অনাস্থা ভোট ডাকা হয়েছিল। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনও তার পদত্যাগ চেয়েছিল। এমন কী নিজের দল এএনসিও তাকে সরে যেতে বলেছিল। সব উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে ছিলেন জুমা। চূড়ান্ত ব্যবস্থা হিসেবে সংসদে অনাস্থা ভোটে তাকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হলে শেষ পর্যন্ত জ্যাকব জুমা প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। এরপর সংসদে সিরিল রামাফোসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

/আরএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ