X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হুথিদের ক্ষেপণাস্ত্র সরবরাহ, জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাবের খসড়া

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৬

ইয়েমেনে শিয়াপন্থী সশস্ত্র বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনায় ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আনতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। তিন দেশের পক্ষ থেকে এরইমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া তৈরি করা হয়েছে। রবিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, খসড়া প্রস্তাবটি তারা দেখতে পেয়েছে।

জাতিসংঘের লোগো রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স চাইছে হুথিদের ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধে ব্যর্থতার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেন ইরানের বিরুদ্ধে নিন্দা জানায়। খসড়া প্রস্তাবে নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে আলোচনার মাধ্যমে খসড়া প্রস্তাবটি তৈরি করেছে যুক্তরাজ্য। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে খসড়াটি বিতরণ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন থেকেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতাকে ‘সবচেয়ে খারাপ চুক্তি’ হিসেবে আখ্যায়িত করে আসছেন। তবে তেহরান বলছে, তারা শেষ পর্যন্ত এ চুক্তি মেনে চলবে। চুক্তি ছেড়ে বেরিয়ে গেলে বরং যুক্তরাষ্ট্রকেই ভুগতে হবে। এরমধ্যেই নতুন করে নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে খসড়া তৈরির ঘটনা ঘটলো।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে শুরু হওয়া গৃহযুদ্ধ এখনও চলছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলের পর এই সংঘাত তীব্রতা পায়। পরে ২০১৫ সালের মার্চ থেকে নির্বাসিত সরকারের সমর্থনে ও হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ হামলায় এ পর্যন্ত অন্তত ১৩ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন দেশটির ১১ শতাংশ মানুষ।

গত ১ ফেব্রুয়ারি আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছিল, হুথি বিদ্রোহীরা ইয়েমেনে তৈরি কাহের এম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে পশ্চিমা দেশগুলো মনে করে ইরানই হুথিদের ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম সরবরাহ করে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ