X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে মানবাধিকার হরণকারী আখ্যা অ্যামনেস্টির

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩০
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানবাধিকারের জন্য হুমকি আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তিনি ‘বিদ্বেষমূলক’ রাজনীতি করেন বলে নিজেদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে  ব্রিটিশ ওই মানবাধিকার সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির ২০১৬-২০১৭ সালের প্রতিবেদন বলছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপে দেশে ও দেশের বাইরে মানবাধিকার লঙ্ঘিত হয়।’

ট্রাম্পকে মানবাধিকার হরণকারী আখ্যা অ্যামনেস্টির ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মিসর, রাশিয়া, চীন, ফিলিপাইন ও ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পকে এক তালিকায় রেখেছে অ্যামনেস্টি। প্রথমবারের মতো ওয়াশিংটন থেকে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি। সংস্থাটির প্রধান সালিল শেটি বলেন, ‘বিশ্ব রাজনীতিতে এখন প্রচুর বিদ্বেষ। খুব অল্পসংখ্যক সরকারই মানবাধিকারের পক্ষে লড়াই করে।’ তিনি আরও বলেন, আব্দুল ফাত্তাহ আল-সিসি, রদ্রিগো দুয়ের্তে, নিকোলাস মাদুরো, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং লাখ লাখ মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে।  

দায়িত্ব নেওয়ার জারি করা ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞাকেও ‘স্পষ্টত একটি বিদ্বেষমূলক পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছে অ্যামনেস্টি। ওই নিষেধাজ্ঞায় মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধ করা হয়েছিল। শেঠি বলেন, ‘বিদ্বেষের চরম ‍উদাহরণ ছিল সেই পদক্ষেপ।  

ট্রাম্পকে মানবাধিকার হরণকারী আখ্যা অ্যামনেস্টির

৪০০ পৃষ্ঠার ওই প্রতিবেদেনটি বিশ্বের ১৫৯টি দেশের তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ট্রাম্পের বিষয়টি ছাড়াও প্রতিবেদনে রোহিঙ্গা ইস্যু উঠে আসে। মিয়ানমারের সংকট এবং রোহিঙ্গা নিধনযজ্ঞকে সমাজে বাড়তে থাকা বিদ্বেষের ফলাফল আখ্যা দিয়েছে তারা। এছাড়া ভুয়া সংবাদ দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টিও ঠাঁই পায় প্রতিবেদনে। মানবাধিকার ইস্যুতে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বিশ্বনেতাদের সমালোচনাও করা হয় প্রতিবেদনে।

শোষণের শিকার মানুষদের আন্দোলনের বিষয়টিও তুলে আনে অ্যামনেস্টি। শেঠি বলেন, ‘ট্রাম্পের নীতির কারণে মানবাধিকার লঙ্ঘনের নতুন যুগে প্রবেশ করেছি আমরা।’ সামনের বছরগুলোতে প্রতিবন্ধকতা মোকাবিলা করার জন্য বিশ্বনেতাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ