X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বুরকিনা ফাসোয় জঙ্গি হামলা

বিস্ফোরণ ঘটিয়ে সেনা সদরে প্রবেশ মুখোশধারীদের, হামলায় হতাহত শতাধিক

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ০১:৪০আপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৫:৩৭

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী উগাডুগুতে জঙ্গি হামলার অন্যতম বড় লক্ষ্যবস্তু হয়েছে সেখানকার সেনা সদর দফতর। প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিস্ফোরণ ঘটিয়ে সেখানে নিরাপত্তা প্রহরীর ওপর হামলে পড়ে জঙ্গিরা। হামলায় সরকারি সূত্র ১৬ জন নিহত হওয়ার কথা জানালেও তিনটি পৃথক নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা  সংস্থা এএফপি অন্তত ২৮ জনের হতাহত হওয়ার খবর দিয়েছে। সেনাবাহিনীর প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্ধৃত করে আরও অন্তত ৭৫ জনের আহত হওয়ার খবর দিয়েছে এএফপি। 

বুরকিনা ফাসোতে সন্ত্রসী হামলা
শুক্রবার একের পর এক আক্রান্ত হয়েছে রাজধানী উগাডুগুর সেনা সদর দফতর, ফরাসি দূতাবাসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতাকেন্দ্র। জাতিসংঘ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কেও লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করেছে জঙ্গিরা। হামলায় কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে সেখানে আল কায়েদার সক্রিয় উপস্থিতি রয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, হামলায় হামলাকারীরাসহ নিরাপত্তা বাহিনীর মোট ১৬ জন নিহত হয়েছেন। তবে অন্য তিনটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। সুসংগঠিত এই হামলায় আফ্রিকার সাহেল জাতির দেশটিতে এই হতাহতের ঘটনা ঘটলো।
সেনাবাহিনীর মেডিক্যাল প্রধান কর্নেল আমাদু কাফানদু বলেন, এই হামলায় আরও ৭৫ জন আহত হয়েছেন। ফ্রান্স ও আফ্রিকার তিনটি নিরাপত্তা সূত্র এএফপি’কে বলেছে, সামরিক সদর দফতরে হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। ফ্রান্সের সরকারি সূত্র বলেছে, ওয়েগাদুগুর পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’ আছে। আর হতাহতদের মধ্যে কোনও ফরাসি নাগরিক নেই।
বুকিনা ফাসোতে আফ্রিকার আরও বেশ কয়েকটি দেশের মতো রক্তক্ষয়ী জিহাদী বিদ্রোহ চলছে। শুক্রবার সকালে বুকিনার রাজধানী ওয়েগাদুগুতে ভারী গোলাগুলি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, পাঁচজন সশস্ত্র লোক একটি গাড়িতে করে এসে ফরাসি দূতাবাসে হামলা চালানোর আগে পথচারীদের ওপর গুলি শুরু করে। পরে গাড়িতে আগুনে পুড়তে দেখা যায়। একই সময়ে বুকিনা সশস্ত্র বাহিনীর সদর দফতর ও ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে একটি বিস্ফোরণ ঘটে। প্রথম হামলার এক কিলোমিটারের মধ্যে স্থানটি অবস্থিত। একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন,  সেনা সদরের সামনেবিস্ফোরণের পরপরই কয়েকজন মুখোশ পরা বন্দুকধারী সামরিক সদর দফতরের প্রহরীদের ওপর হামলা চালায়।



/বিএ/আরএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ