X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অনাহারে রেখে রোহিঙ্গাদের বিতাড়িত করার কৌশল মিয়ানমারের: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৮, ১৯:৪২আপডেট : ১৩ মার্চ ২০১৮, ০০:৩২

জাতিসংঘের একজন কর্মকর্তা সোমবার মন্তব্য করেছেন, মিয়ানমার অবশিষ্ট রোহিঙ্গাদেরও বের করে দিতে অনাহারে রাখার কৌশল বাস্তবায়ন করছে। তারা চায় খাদ্যাভাব তৈরি করে রোহিঙ্গাদের অনাহারে রাখতে, যাতে রোহিঙ্গারা বাধ্য হয়ে রাখাইন রাজ্য ত্যাগ করে। তাছাড়া রাখাইনে মিয়ানমার যে সহিংসতা করেছে তা গণহত্যাই। মিয়ানমারের গণহত্যার প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে কার্যক্রম শুরু করা উচিত। মিয়ানমার এই বক্তব্য প্রত্যাখ্যান করে জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ দাবি করেছে।

অনাহারে রেখে রোহিঙ্গাদের বিতাড়িত করার কৌশল মিয়ানমারের: জাতিসংঘ

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বিশেষ দূত ইয়াঙ্ঘি লি বলেছেন, কাচিন ও কায়িন প্রদেশে সামরিক আক্রমণ পরিচালনা করারা পাশাপাশি মিয়ানমার সম্প্রতি রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গাদের বিতাড়ন করতে তাদের অনাহারে রাখার ব্যবস্থা করেছে। সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভা চলাকালে মিয়ানমারে সত্য অনুসন্ধান কমিটির প্রেসিডেন্ট মারজুকি দারুসম্যানের কাছে তার প্রতিবেদন উপস্থাপনকালে লি এ কথা বলেছেন।

রোহিঙ্গাদের ওপর হওয়া অত্যাচারকে গণহত্যা আখ্যা দিয়ে তিনি পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন পরিষদ মিয়ানমারে চালানো গণহত্যার প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে একটি কার্যক্রম শুরু করে। ইয়াংঘি লির মতে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর যা করেছে তা মিয়ানমারের চলমান সহিংসতার মধ্যে সবচেয়ে ভয়ংকর। জাতিসংঘে মিয়ানমারের দূত হিন লিন, এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে ইয়াঙ্ঘি লিকে চাকরীচ্যুত করার আহ্বান জানিয়েছেন।

২০১৮ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব অ্যান্ড্রু গিলমোর বলেছিলেন,  রোহিঙ্গা বিতাড়নে ‘সহিংসতা ও অভুক্ত রাখার’ কৌশল ব্যবহৃত হচ্ছে।  উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবর মাসে গার্ডিয়ানের এক প্রতিবেদনে অনাহারে রেখে বিতাড়নের কৌশলের কথা জানানো হয়েছিল। পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছিল, পশ্চিম রাখাইনের খাবারের দোকান বন্ধ ক্রিয়ে দেওয়া হয়েছে। বাধা দেওয়া হয়েছে ত্রাণ বিতরণেও। সূত্রঃ রয়টার্স, ভাইস ও গার্ডিয়ান।

/এএমএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন