X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পার্লামেন্টে হাজিরা দিতে জাকারবার্গের অস্বীকৃতি

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৮, ১১:০৬আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১২:০৭

ব্রিটিশ পার্লামেন্টে হাজিরা দিতে অস্বীকৃতি জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঘটনায় যুক্তরাজ্যের সংসদীয় তদন্ত দলের সামনে উপস্থিত হতে রাজি হননি তিনি। হাজিরা দিতে প্রতিনিধি হিসেবে ফেসবুকের চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্সকে সেখানে পাঠানোর কথা জানিয়েছেন তিনি। কক্সেই সংসদ অধিবেশনের বিরতির প্রথম সপ্তাহে তদন্ত কমিটির কাছে প্রমাণ উপস্থাপন করবেন। তবে জাকারবার্গের এই সিদ্ধান্তকে ‘বিস্ময়কর’ বলেছেন সংসদীয় কমিটির চেয়ারম্যান। ভুয়া খবরের বিষয়ে জাকারবার্গকে নতুন করে ভাবনা চিন্তার পরামর্শ দিয়েছেন সংসদীয় তদন্ত দলের প্রধান ডামিয়ান কলিন্স

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ

ফেসবুক ও তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালেটিকার বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য ঘাটা ও ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় জাকারবার্গ ‘বিশ্বাস ভঙ্গের’ জন্য ক্ষমা চেয়েছেন। তবে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফেসবুক প্রোফাইলে থাকা কয়েক কোটি মানুষের তথ্যের অপব্যবহারের অভিযোগের জেরে ফেসবুকের প্রধান নির্বাহী ও অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের জবাব চেয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। জাকারবার্গের কাছে লেখা এক চিঠিতে ২৬ মার্চের মধ্যে এর জবাব দেওয়ার আহ্বান জানান কমিটির প্রধান ডামিয়ান কলিন্স। চিঠিতে ফেসবুকের একজন ঊর্ধ্বতন নির্বাহীকে পার্লামেন্টের ডিজিটাল, কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টস বিষয়ক কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়।
২৬ মার্চের মধ্যে জবাব দিতে বলা হলেও নির্ধারিত দিন পার হওয়া সত্ত্বেও জাকারবার্গ সংসদীয় তদন্ত দলের কাছে যাননি। জানিয়েছেন তিনি সাক্ষ্য দিতে যাবেন না। পরিবর্তে ফেসবুকের চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্সকে সেখানে পাঠাবেন।

যুক্তরাজ্যের কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টস সিলেক্ট কমিটি বিভাগের চেয়ারম্যান কলিন্স বলেন, আমরা তার অসাধারণ প্রমাণ দেওয়ার বিষয়ে আজ শুনেছি। এটা সত্যি বিস্ময়কর যে জিজ্ঞাসাবাদের জন্য মার্ক জাকারবার্গ নিজে প্রস্তুত নন। মৌলিক গুরুত্ব ও ফেসবুক ব্যবহারকারীদের সংশ্লিষ্টদের পাশাপাশি আমাদের তদন্তের জন্যই এসব প্রশ্ন করা হবে। যদি তার কোম্পানির সেবা ব্যবহারকারী মানুষের প্রতি তার কোনও দায় থাকে তাহলে আমি তাকে অবশ্যই বিষয়টি নিয়ে আবার ভাবতে বলবো।

ফেসবুক বলেছে, ক্রিস কক্স তদন্ত কমিটির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপযুক্ত। গত রবিবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকটি পত্রিকার পুরো পাতাজুড়ে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চেয়েছেন জাকারবার্গ। সেখানে তারা স্বীকার করেছেন, ব্যবহারকারীদের তথ্য বেহাত হওয়া ঠেকাতে ফেসবুক আরও পদক্ষেপ নিতে পারতো।  

/আরএ/বিএ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত