X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের প্রচারণা শিবিরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ২৩:১৩আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২৩:৩৩

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া, ট্রাম্পের প্রচারণা শিবির ও গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোচনায় আসা বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। রিপাবলিক্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্রাটিক পার্টি ম্যানহাটনের একটি আদালতে অভিযোগ দায়ের করেছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আদালতে দায়ের করা নথিতে অভিযোগ তোলা হয়েছে নির্বাচনে জিততে ট্রাম্পের প্রচারণা শিবির উল্লসিত হয়ে রাশিয়ার সহায়তা নিয়েছে।

ট্রাম্প ও পুতিন

২০১৬ সালের মে মাসে প্রথম খবর প্রকাশ হয় যে ডেমোক্র্যাটিক পার্টিকে লক্ষ্যবস্তু বানাচ্ছে হ্যাকাররা। পরবর্তী দুই মাসে মার্কিন গোয়েন্দারা জানায় রাশিয়ার হ্যাকাররা এর সঙ্গে জড়িত। ওই বছরর জুলাইতে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের সময়ে হ্যাকারদের চুরি করা প্রায় ২০ হাজার অভ্যন্তরীণ মেইল প্রকাশ করে দেয় উইকিলিকস। এরপরই অভিযোগ ওঠে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। এই অভিযোগ তদন্ত করে দেখছে রবার্ট মুলারের নেতৃত্বাধীন একটি কমিটি। বরাবর অভিযোগ অস্বীকার করলেও ট্রাম্পও ওই কমিটির কাছে স্বাক্ষ্য দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ম্যানহাটনের জেলা আদালতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির দায়ের করা অভিযোগে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আর এতে অভিযুক্ত করা হয়েছে রাশিয়ার সরকার, ট্রাম্পের প্রচারণা শিবির ও উইকিলিকস অর্গানাইজেশনকে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দায়ের করা অভিযোগে বলা হয়েছে ট্রাম্পের প্রচারণা শিবিরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাশিয়ার সরকার ও সামরিক গোয়েন্দাদের সঙ্গে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে আঘাতের ষড়যন্ত্র করে। ডেমোক্রাটিক পার্টির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে ট্রাম্পকে সহায়তা করা হয় বলেও অভিযোগ তোলা হয়েছে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, নির্বাচনে এসব হস্তক্ষেপের পিছনে রাশিয়ার জড়িত থাকার বিষয়ে তারা খুবই আত্মবিশ্বাসী। তবে ট্রাম্প দাবি করে আসছেন, তদন্তের নামে তাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

 

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী