X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৮, ০১:০৬আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ০১:৫৭

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে শুক্রবার এক শিশুসহ মোট চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবিতে ফিলিস্তিনিদের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত

গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া টানা ছয় সপ্তাগের কর্মসূচিতে অন্তত দুই হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।  গত সপ্তাহে ফিলিস্তিনি বিক্ষোভের থিম নির্ধারণ করা হয়েছিল ইসরায়েলের পতাকা পোড়ানো। আর শুক্রবারের বিক্ষোভটি আগের বিক্ষোভে নিহতদের স্মরণে উৎসর্গ করা হয়। এদিন ভোর থেকেই আকাশ থেকে গাজা সীমান্ত এলাকায় লিফলেট চড়াতে শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। সেনা সদর দফতরের স্বাক্ষরে ছড়ানো ওই লিফলেটে গাজার সীমান্ত বেড়া থেকে ফিলিস্তিনিদের দূরে থাকার আহ্বান জানানো হয়। ওই লিফলেটে বলা হয়, তোমরা সহিংস ঝামেলায় অংশ নিচ্ছ। হামাস সেই সুযোগ কাজে লাগিয়ে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। যেকোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। বেড়া থেকে দূরে থাকো আর এর ক্ষতি করার চেষ্টা করো না।

শুক্রবার ইসরায়েলের গাজা সীমান্তে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা গুলতি ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এছাড়া কিছু বিক্ষোভকারী তার কাটার যন্ত্র নিয়ে ইসরায়েল সীমান্তের বেড়া কাটার জন্য যান। এর আগেই ইসরায়েলি বাহিনী লিফলেট ছড়িয়ে বিক্ষোভকারীদের এগিয়ে যেতে নিষেধ করেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, উত্তর গাজায় সীমান্তে ইসরায়েলি বাহিনী ১৫ বছরের এক কিশোরকে গুলি করে হত্যা করে। সেখানে তাদের গুলিতে আরও ১৫৬ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র খবরে বলা হয়েছে, মোহাম্মদ ইব্রাহিম আইয়্যুব কিশোরটি গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকার বাসিন্দা ছিলেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৫ শিশুসহ কমপক্ষে ৭২৯ ফিলিস্তিনি আহত হয়েছে। শুক্রবার নিহত অন্যরা হলেন, আহমেদ রাশাদ (২৪), আহমেদ আবু আকিল (২৫) ও সাদ আব্দুল মাজিদ আব্দুল-আল আবু তাহা (২৯)।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলয় ম্লাদেনোভ এক টুইটার বার্তায় লিখেছেন, ‘কোনও শিশুকে গুলি করে হত্যা করা ভয়ানক ব্যাপার! গাজায় আজকের শিশু হত্যা কিভাবে শান্তি স্থাপন করবে? এটা কখনওই হবে না। এটা ক্রোধকে উস্কে দেবে আরও মৃত্যু ঘটাবে। শিশুদের সহিংসতা থেকে রক্ষা করতে হবে, সহিংসতার মুখোমুখি করা যাবে না।’

তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীর সাবেক মুখপাত্র পিটার লার্নার আরেক টুইট বার্তায় তাকে বলেছেন, ‘দয়া করে গাজায় যান, হামাসের সঙ্গে যোগ দিন আর বেস্টনির কাছে লোকজনকে পাঠানো বন্ধ করুন।’

১৯৭৬ সাল থেকে বছরের ৩০শে মার্চ ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করছে। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন। ২০০৭ সাল থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এবছর ভূমি দিবস উপলক্ষে টানা ছয় সপ্তাহের কর্মসূচি নিয়েছে ফিলিস্তিনিরা। প্রতি সপ্তাহে গাজা সীমান্তে জড়ো হওয়া ফিলিস্তিনদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এখন পর্যন্ত এই কর্মসূচি ঘিরে নিহত হয়েছেন ৩৪ জন আর আহত হয়েছে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার স্বাধীন তদন্তের দাবি তুলেছে।

/আরএ/
সম্পর্কিত
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ