X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি, ‘খেলনা ড্রোন’ ভূপাতিত করার দাবি পুলিশের

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ০৮:৩৩আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০৮:৪৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের রাজপ্রাসাদের বাইরে একটি খেলনা ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজপ্রাসাদের বাইরে ভারী গোলাগুলির গোলাগুলির ভিডিও ছড়িয়ে পড়ার পর সৌদি বাহিনী এই দাবির কথা জানিয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটে। এ সময় প্রাসাদে ছিলেন না সৌদি বাদশাহ সালমান।

সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি, ‘খেলনা ড্রোন’ ভূপাতিত করার দাবি পুলিশের

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদ পুলিশের মুখপাত্র তাদের বলেছেন, শনিবার খুজুমা নিরাপত্তা চেকপোস্টের কাছে অননুমোদিত ছোট ড্রোন আকারের খেলনা শনাক্ত করার পর তার মোকাবিলা করেছে। ক্ষয়ক্ষতির কোনও খবর তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় বার্তা সংস্থাটি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে অন্তত ৩০ সেকেন্ড ধরে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে। এসব ভিডিওর যথার্থতা সম্পর্কে নিজেরা নিশ্চিত হতে পারেনি আলজাজিরা, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গোলাগুলির খবরের পর সৌদি রাজ পরিবারের বিদ্রোহের গুজব ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায় অন্ধকার সড়কে পুলিশের দুটি গাড়ি মোতায়েন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, ঘটনার সময় প্রাসাদে ছিলেন না বাদশাহ সালমান।ওই সময় তিনি রিয়াদের অন্য প্রান্ত দিরিয়া এলাকায় খামার বাড়িতে ছিলেন বলে জানান ওই কর্মকর্তা।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, ড্রোন ভূপাতিত করা হয়েছে। সরকার খেলনা ড্রোন ব্যবহারের নীতিমালা প্রণয়ন করবে।

ব্রিটেনের সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে দাবি করা হয় সৌদি যুবরাজ সালমানকে নিরাপত্তার জন্য কাছের একটি সামরিক ঘাঁটির বাংকারে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই খবরের সত্যতা নিশ্চিত পাওয়া যায়নি।

২০১৭ সালের অক্টোবরে জেদ্দার রাজপ্রাসাদে এক বন্দুকধারী ঢুকে পড়ে গুলি ছোঁড়া শুরু করলে অন্তত দুই নিরাপত্তা রক্ষী নিহত হন। আহত হন আরও তিনজন। পরে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ২৮ বছরের সৌদি নাগরিক মনসুর আল আমরি বলে শনাক্ত করে। কালাশনিকভ রাইফেল ও তিনটি মলোটোভ বোমা নিয়ে সৌদি প্রাসাদে ঢুকে পড়েছিল মনসুর।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ