X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও দেশের সমঝোতা করা উচিত নয়: ইরান

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ২০:২৪আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২০:২৯

বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা পারমাণু চুক্তিতে পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্রের দাবিকে সব দেশের জন্য ‘খুব ভয়ংকর বার্তা’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও দেশের সমঝোতা করা উচিত হবে না। পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে সংলাপের জন্য যুক্তরাষ্ট্র ও উত্তর কোরীয় নেতারা প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে এমন মন্তব্য করলেন ইরানি মন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ

জাতিসংঘের সাধারণ পরিষদের যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো ও জার্মান চ্যান্সেলন অ্যাঙ্গেলা মের্কেল ডোনাল্ড ট্রাম্পকে থামানোর চেষ্টা করলেও তাতে কোনও ফল আসবে না।  

আগামী ১২মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ২০১৫ সালে করা বিশ্ব শক্তির সঙ্গে চুক্তির আওতায় এসব নিষেধাজ্ঞা স্থগিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার ইউরোপীয় মিত্রদেরও ওপর ইরান চুক্তি সংস্কার করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। ম্যাঁক্রো ও মের্কেল এই সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইরানের মন্ত্রী জারিফ বলেন, যুক্তরাষ্ট্র চুক্তিতে নিজেদের দায়িত্ব পালনেই শুধু ব্যর্থ হয়নি তারা আরও বেশি কিছু চাচ্ছে। তিনি বলেন, ‘‘এটা শুধু ইরানের জনগণের জন্যই খুব ভয়ংকর বার্তা নয়, তা বিশ্বের সব মানুষের জন্যই ভয়ংকর। এর মাধ্যমে বোঝা যায়, আপনাদের কারও যু্ক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা উচিত নয়। কারণ দিন শেষে যুক্তরাষ্ট্রের চুক্তির মূল নীতি হলো ‘যা আমার তা আমার, আর যা তোমার তা নিয়ে সমঝোতা করা যেতে পারে’।’’   

পরমাণু চুক্তির আওতায় ইরান তাদের পরমাণু কার্যক্রম স্থগিত করতে রাজি হয়। বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামা ওই চুক্তিটি স্বাক্ষর করে পরমাণু অস্ত্র নির্মাণ থেকে ইরানকে বিরত রাখেন। কিন্তু ট্রাম্প বিশ্বাস করেন চুক্তিটিতে ধ্বংসাত্মক ত্রুটি রয়েছে।

জারিফ বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে গেলে বিবেচনায় নেওয়ার মতো ইরানের কাছে অনেক বিকল্প রয়েছে। এর মধ্যে অন্যকোনও উপায়ে চুক্তি বজায় রাখা বা সাধারণভাবে চুক্তি থেকে বের হয়ে গিয়ে পরমাণু কার্যক্রম চালু করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। তিনি বলেন, যখন সময় আসবে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেব। তবে যে সিদ্ধান্তই হোক তা যুক্তরাষ্ট্রের জন্য সুখকর হবে না।

ইরান সব সময় বলে আসছে তারা শান্তিপূর্ণ উদ্দেশে পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জারিফ বলেন, যদি তেহরান পরমাণূ কার্যক্রমে ফিরেও যায় তাহলেও তারা বোমা তৈরির চেষ্টা করবে না। ইরান পরমাণু বোমা তৈরি করবে এটা ভেবে যুক্তরাষ্ট্রের ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু আমরা আমাদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে জোর দেব।

/আরএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!