X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন ও দুর্নীতিবিরোধী কমিশনের বিরুদ্ধে তদন্তের ঘোষণা মাহাথিরের

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৮, ১৮:০২আপডেট : ১২ মে ২০১৮, ১৯:২৯

দায়িত্ব নিয়েই প্রশাসনের কয়েকটি দফতরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি অ্যাটর্নি জেনারেলসহ নির্বাচন কমিশন ও দুর্নীতিবিরোধী কমিশনের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দেন।

মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ৯২ বছরের এই রাষ্ট্রনায়ক।

মাহাথির বলেন, সরকার তাদেরকেই লক্ষ্যবস্তুতে পরিণত করবে, যাদের দুর্নীতির প্রবণতা রয়েছে অথবা যারা দুর্নীতি করেছে বলে জানা গেছে।

দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, উদাহরণ হিসেবে বলা যায় নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া উচিত। তবে আমরা দেখেছি এই নির্বাচন পুরোপুরি স্বচ্ছ ছিল না। লোকজন ধরে আনা হয়েছে।

ড. মাহাথির মোহাম্মদ বলেন, সংসদীয় আসনগুলোর সীমানা পরিবর্তন করা হয়েছে। এটা ভোট জালিয়াতির চেয়েও খারাপ। সত্যিকার অর্থে পূর্ববর্তী সরকারকে সুবিধা দিতে এটা করা হয়েছে।

তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসনের করা সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা আবারও খতিয়ে দেখবে সরকার। যেখানে সম্ভব সেখানে এটা আগের সীমানায় ফিরিয়ে নেওয়া হবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসিম আবদুল্লাহ দুর্নীতি বা পক্ষপাতিত্ব করেছেন কিনা তা খতিয়ে দেখবে সরকার।

নতুন সরকার দুর্নীতিবিরোধী কমিশনের কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টিও খতিয়ে দেখবে বলে জানান মাহাথির। তিনি বলেন, যদি আমরা দেখি তারা কোনও গ্রুপ; সেটা আমাদের হলেও তাদের পরিবর্তন করা হবে। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি সরকারের বেশিরভাগ দফতরের নতুন প্রধানদের পার্লামেন্টে পুনরায় যাচাই বাছাই করা হবে।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার সহযোগিদের বিরুদ্ধে উত্থাপিত ১এমবিডি দুর্নীতির বিষয়টিও তদন্ত করবে সরকার। এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহামেদ আপানদি ওই অভিযোগ থেকে নাজিব’কে রেহাই দেন। তিনি বলেন, দুর্নীতিবিরোধী কমিশনের গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনে নাজিব রাজাকের বিরুদ্ধে কোনও অপরাধ সংঘটনের প্রমাণ মেলেনি।  তাই তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

এ ব্যাপারে মাহাথির মোহাম্মদ বলেন, আমরা অ্যাটর্নি জেনারেলের বিষয়টি দেখতে হবে। তিনি নিজেই নিজের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন। প্রকৃতপক্ষে তিনি অপরাধের প্রমাণ লুকিয়ে রেখেছেন। আইনের দৃষ্টিতে এটা অপরাধ। আমাদের এই দেশের আইন অনুযায়ী চলতে হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে মালয়েশিয়ায় নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেপেলপমেন্ট বারহাদ বা ওয়ান এমডিবি নামের তহবিল গঠন করা হয়। এক পর্যায়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে খোদ তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধেও। বলা হয়, ওই তহবিলের ৬৮ কোটি ১০ লাখ ডলার নাজিবের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে নাজিব দাবি করেন, ওই অর্থ অনুদান হিসেবে সৌদি সরকারের কাছ থেকে পেয়েছেন। তবে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, মুসলিম ব্রাদারহুডের প্রভাব ঠেকিয়ে ২০১৩ সালের নির্বাচনে জিততে তাকে ওই অর্থ দিয়েছিল সৌদি আরব। তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহ এই তহবিলের বিষয়টি অনুমোদন দেন। তবে রাষ্ট্রীয় তহবিল রাষ্ট্রীয় তহবিল হয়ে ওই অর্থ প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর নিয়ে নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে।

/জেজে/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ