X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় আবারও জঙ্গি হামলা, এবার টার্গেট পুলিশ

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৮, ১১:৪৭আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ০১:৪৪

ইন্দোনেশিয়ায় আবার জঙ্গি হামলা হয়েছে। গির্জার পরে এবারের লক্ষ্যবস্তু সুরাবায়ায় অবস্থিত পুলিশ সদর দফতর। সোমবারে ঘটা ওই হামলায় নিহত হয়েছেন ১ জন, আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে রয়েছেন ৪ জন পুলিশ সদস্য। রবিবার গির্জায় আত্মঘাতী হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হওয়ার পর সোমবারে ঘটা ওই হামলায়ও আত্মঘাতী হামলাকারীরা অংশ নিয়েছে। নিরাপত্তা ক্যামেরায় দেখা গেছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে দুইজন আরোহী ছিল। এদের একজন নারী। একটি তল্লাশি চৌকির কাছে পৌঁছে মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা পুলিশের মুখপাত্র বারুং মাঙ্গেরা যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটেছে সকাল পৌনে ৯ টার দিকে। ইন্দোনেশিয়ায় আবারও জঙ্গি হামলা, এবার টার্গেট পুলিশ

সোমবারে পুলিশ দশর দফতরে হামলার আগে, রবিবার সন্ধ্যায় পূর্ব জাভার একটি ভবনে আরেকটি বিস্ফোরণ হওয়ার খবর আয়া গিয়েছিল। সিদরাজোর ওনোকোলো অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলা থেকে পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন স্থানীয়রা। একই পরিবারের বাবা-মা ও একটি শিশু ওই ঘটনায় নিহত হয়েছে। পরিবারটির বেঁচে যাওয়া এক ছেলে ও এক মেয়েকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। তবে পুলিশ বলছে, তারা ভুক্তভোগী নয়, বরং বাবা-মায়ের সঙ্গে মিলে তারাও বিস্ফোরণ ঘটানোর কাজে জড়িত ছিল। অ্যাপার্টমেন্ট ভবনের ওই বিস্ফোরণের সঙ্গে পুলিশ সদর দফতরের হওয়া হামলার যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সোমবারের হামলার আগের দিন ইন্দোনেশিয়ার একটি পরিবারের সদস্যরা মিলে তিনটি গির্জায় হামলা চালায়। একটি হামলা পুলিশ ঠেকিয়ে দিতে পারলেও দুই গির্জায় হওয়া বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান তিতো কারনাভিয়ান বলেছেন, পরিবারটি ইন্দোনেশিয়ায় আইএসের সহযোগী সংগঠন জামিয়াহ আনসারুত দাওলাহর (জেএডি) সদস্য ছিল। সিরিয়ায় অবস্থানকালে সন্ত্রাসী গোষ্ঠিটির সঙ্গে তাদের পরিচয় হয়েছিল। 

/এএমএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত