X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রতিবেশীদের ভয় দেখাচ্ছে চীন: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৮, ২১:৩৬আপডেট : ০২ জুন ২০১৮, ২১:৪০

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে চীন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, প্রতিবেশীদের ভয় দেখাতে এবং তাদের ওপর জোর খাটাতে বেইজিং এ কাজ করছে। সিঙ্গাপুরের শাংরি-লা নিরাপত্তা সম্মেলনে দেওয়া তিনি বলেন, বেইজিংয়ের কর্মকাণ্ডে তার বৃহত্তর লক্ষ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

দক্ষিণ চীন সাগর চীনা সামরিক বাহিনীর একজন কর্মকর্তা অবশ্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি নাকচ করে দিয়েছেন। জেমস ম্যাটিসের দাবিকে  তিনি দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছেন।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে ছয়টি দেশ নিজেদের মালিকানা দাবি করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটি নিয়ে উত্তেজনা বেড়েছে। বিরোধপূর্ণ এলাকার মালিকানা দাবি করে সেখানে দ্বীপ ও সামরিক স্থাপনা তৈরি করছে বেইজিং।

জেমস ম্যাটিস সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে চীনের সামরিক সরঞ্জাম মোতায়েন ভয় ও শক্তি প্রয়োগের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চাইলেও প্রয়োজনে ব্যাপক মাত্রার প্রতিদ্বন্দ্বিতায়ও জড়াতে পারে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি বেইজিংয়ের পক্ষ থেকে দক্ষিণ চীন সাগরে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘটনায় ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। সাগরের তিনটি স্থানে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। বিতর্কিত স্পার্টলি দ্বীপে এটাই হবে প্রথম চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েন। এই দ্বীপটির মালিকানা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম ও তাইওয়ানের বিরোধ রয়েছে। এই বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলে কোনও জবাব পাওয়া যায়নি। স্পার্টলি দ্বীপে সামরিক সরঞ্জাম স্থাপনের বিষয়ে চীনের পক্ষ থেকে ইতোপূর্বে যা বলা হয়েছে তা ছিল একেবারেই রক্ষণাত্মক। দেশটির দাবি, নিজেদের ভূখণ্ডে তারা যা ইচ্ছে করতে পারে।

গত মাসের শেষদিকে ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ ইউএসএস হিগিনস এবং ক্রুজার অ্যান্টাইট্যাম দক্ষিণ চীন সাগরে পারাসেল নামক একটি দ্বীপের ১২ নটিক্যাল মাইলের ভেতরে ঢুকে পড়ে। ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বেইজিং।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমেরিকান যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে চীনের সমুদ্রসীমায় ঢুকে তাদের 'সার্বভৌমত্ব' ক্ষুণ্ণ করেছে এবং স্পষ্টতই চীনকে 'উস্কানি' দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও নিশ্চিত করেছে যে, তাদের দুইটি জাহাজ দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত দ্বীপের কাছে গেছে।

সিএনবিসি জানিয়েছে, ওয়াইজে-১২বি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ২৯৫ নটিক্যাল মাইলের মধ্যে যে কোনও নৌযানে হামলা চালাতে পারবে চীন। আর এইচকিউ-৯বি দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ১৬০ নটিক্যাল মাইলের মধ্যে বিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে দেশটি।

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিংকট্যাংকের দক্ষিণ চীন সাগর বিষয়ক বিশেষজ্ঞ গ্রেগ পোলিং জানান, ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনাটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্পার্টলি দ্বীপে এটাই হবে প্রথম ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনা। যা জাহাজ বিধ্বংসী হোক বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হোক।

এই বিশেষজ্ঞ জানান, দক্ষিণ চীন সাগরে নিজের ক্ষমতা বৃদ্ধিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন চীনের জন্য বড় পদক্ষেপ। বৈশ্বিক বাণিজ্যের জন্য এই সমুদ্র পথ অনেক গুরুত্বপূর্ণ। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত