X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় হিমায়িত ডালিমে হেপাটাইটিস-এ, এক নারীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৮, ১০:৩৫আপডেট : ০৬ জুন ২০১৮, ১৫:৫০

হিমায়িত ডালিমের প্যাকেটে থাকা জীবাণুর মাধ্যমে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অস্ট্রেলিয়ার নারী। দক্ষিণ অস্ট্রেলিয়ার ওই নারীর মৃত্যুকে ‘বিরল ও দুঃজনক’ ঘটনা হিসেবে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যে প্রতিষ্ঠান ওই হিমায়িত ফল সরবরাহ করে, তাদের কাছে থেকে ডালিম কিনে দেশজুড়ে মানুষ হেপাটাইটিস-এ তে আক্রান্ত হয়। এদের সবাই মোটামোটি সুস্থ হয়ে উঠলেও ওই নারীর মৃত্যু হয়।  একই প্রতিষ্ঠানের তরমুজে থাকা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে চলতি বছরের শুরুর দিতে ৭ জন প্রাণ হারিয়েছেন।

অস্ট্রেলিয়ায় হিমায়িত ডালিমে হেপাটাইটিস-এ, এক নারীর মৃত্যু

স্থানীয় কর্মকর্তারা গত এপ্রিলে অস্ট্রেলিয়ার মালিকাধীন ক্রিয়েটিভ গুরমেট প্রোডাক্টের বিষয়ে সতর্কতা জারি করে। প্রতিষ্ঠানটির পণ্য কিনে দেশজুড়ে ২৪ জনকে হেপাটাইটিস-এ তে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া অস্ট্রেলিয়ানদের নিজেদের ফ্রিজ থেকে হিমায়িত ফলের প্যাকেট ফেলে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে সতেজ ডালিম ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যগুলো এই ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা প্রফেসর প্যাডি ফিলিপস বলেন, ‘দেশজুড়ে পণ্য কিনে রোগাক্রান্ত মানুষদের মধ্যে শুধু ওই নারীই মারা গেছেন।’ তিনি বলেন, ‘অন্যান্য আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আর এমন কোনও ঘটনা চিন্তাও করা হয়নি।’

মানুষের যকৃতে সংক্রমণকারী হেপাটাইটিস-এ সাধারণত গাদ জাতীয় বস্তুর মাধ্যমে ছড়ায়। সাধারণত যৌন মিলন অথবা আক্রান্ত খাদ্যদ্রব্য বা বস্তুর স্পর্শে আসলে মানুষ এই রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার ১৫ থেকে ৫০ দিনের মধ্যে এর লক্ষণ দেখা দেয়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, জ্বর ও ত্বকে হলদে ভাব হওয়া।

অস্ট্রেলিয়ার এনটিক ফুড ইনগ্রিডিয়েন্টস জানিয়েছে, তাদের অল্পকিছু পণ্যে এই রোগের জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে। গত বছর হেপাটাইটিস এ ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিষ্ঠানটি তাদের হিমায়িত মিক্সড বেরি সরিয়ে নিয়েছিল। এ বছরের প্রথম দিকে লিস্টেরিয়ার ব্যাকরিয়াযুক্ত তরমুজ খেয়ে সাত অস্ট্রেলিয়ানের মৃত্যু হয়।

 

/আরএ/বিএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র