X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বৈঠকের ফলাফল এক মিনিটেই পেয়ে যাবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৮, ১৩:৩১আপডেট : ১০ জুন ২০১৮, ১৬:০৯
image

উত্তর কোরীয় নেতা কিম জং উন সত্যিকার অর্থেই শান্তি প্রতিষ্ঠা চান কিনা তা বুঝতে 'এক মিনিটই যথেষ্ট সময়' বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বৈঠকের প্রথম মিনিটের মধ্যেই তিনি কিমের মনোভঙ্গি বুঝে যাবেন। শনিবার (৯ জুন) জি সেভেন সম্মেলন শেষে কানাডা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করার আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প
আগামী ১২ জুন সিঙ্গাপুরের সান্টোস দ্বীপে ঐতিহাসিক বৈঠকে মিলিত হবেন কিম ও ট্রাম্প। অপেক্ষাকৃত নিরাপদ এবং সুবিধাজনক স্থান বিবেচনায় বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছে। পৃথিবীর অল্প কয়েকটি দেশের মধ্যে সিঙ্গাপুরে একইসঙ্গে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। কিমের সঙ্গে বৈঠককে সামনে রেখে শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। রবিবার রাতে তার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দুই পক্ষের আলোচক দলের মধ্যে এখন পর্যন্ত যে যোগাযোগ হয়েছে তা ইতিবাচক। উত্তর কোরিয়া আদৌ পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি হবে কিনা সে সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, প্রথম মিনিটেই আমি সেটা জেনে যাব। আমি মনে করি, কিম জং উন তার জনগণের জন্য বড় কিছু একটা করতে চায় আর তার সে সুযোগ আছে। এটি এক দেখাতেই বলে দেওয়ার বিষয়।’

সংবাদ সম্মেলনের পর হেলিকপ্টারে করে কানাডার বাগোতভিলে বিমানঘাঁটিতে যান ট্রাম্প। এরপর সেখান থেকে এয়ারফোর্স ওয়ান বিমানে সিঙ্গাপুরে যাত্রা করেন তিনি। এ প্রথম কোনও দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার নেতার মধ্যে বৈঠক হচ্ছে। এ বৈঠককে তাই ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হচ্ছে।

বৈঠকে কোনও ধরনের শান্তি চুক্তি হবে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি হবে কি হবে না তা আমার জায়গা থেকে দ্রুত বলে দিতে পারব। ইতিবাচক কিছু হবে। আর আমি যদি মনে করি তা হবে না, তাহলে আমি আমার সময় নষ্ট করব না। আমি তার সময়ও নষ্ট করতে চাই না।’

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ