X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কারিগরি সহযোগিতা দেবে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১৪:১১আপডেট : ১১ জুন ২০১৮, ১৬:২৩
image

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক শক্তি সংক্রান্ত যন্ত্রপাতি, প্রযুক্তি ও জ্বালানি সরবরাহের সুযোগ পাবে ভারত। আন্তর্জাতিক বাজারে পরমাণু বিদ্যুৎ সরঞ্জাম বিক্রির জন্য ‘নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের’ (এনএসজি) সদস্য হতে হয়। ভারতের এনএসজি সদস্যপদ নেই। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ-রাশিয়া ও ভারতের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারত ওইসব সরঞ্জাম সরবরাহের সুযোগ পাবে। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানিও নিশ্চিত করেছেন, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ভারতের কারিগরি সহযোগিতা দেবে। এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নিয়ে ভারতের গভীর আগ্রহ রয়েছে। ওই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুত ভারতে পাঠানোর কোনও সিদ্ধান্ত না থাকলেও, অন্যদিক দিয়ে প্রকল্পটি  ভারতের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে।





রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কারিগরি সহযোগিতা দেবে ভারত

রূপপুরের পারমাণবিক চুল্লি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ-ভারত-রাশিয়া ত্রিপক্ষীয় চুক্তি হয়ে গেছে। সেই সূত্রে ভারত পারমাণবিক শক্তিসংক্রান্ত জিনিসপত্রের বিক্রেতা হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পেতে পারে। বাংলাদেশ যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে, ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সেই বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক চুল্লি কেনা হচ্ছে রাশিয়ার কাছ থেকে। ভারতের তামিলনাড়ুর কুদানকুলামে চালু থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেটিতে ব্যবহৃত প্রযুক্তিটির সঙ্গে রাশিয়ার চুল্লিটির প্রযুক্তিগত মিল অনেক। তাই বাংলাদেশ ও ভারত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক সঙ্গে কাজ করছে। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার জন্য নির্ধারিত প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারতে সহযোগিতায়। সব কিছু ঠিকঠাক চললে ভারত আশা করে, তারা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে উপকরণ সরবরাহের সুযোগ পাবে। বাংলাদেশের পারমাণবিক চুল্লিটি ২০২৩ সালে চালু হওয়ার কথা।

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এম আনোয়ার হোসেন এনডিটিভিকে বলেছেন, ‘আমার রাশিয়া ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছি। এর আগে আমরা ভারত সরকারের সঙ্গে চুক্তি করেছি। ভারত ভিভিইআর প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন ধরে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করছে। তাদের এ বিষয়ে অনেক অভিজ্ঞতা। বাংলাদেশ যেহেতু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে নবীন, সেহেতু আমরা তাদের সেই অভিজ্ঞতা থেকে শিখতে চাই।’ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ ভারতে বিদ্যুৎ রফতানি করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন বাংলাদেশের সেরকম কোনও পরিকল্পনা নেই এখন পর্যন্ত, ‘বাংলাদেশের নিজের চাহিদাই অনেক বেশি।’ এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘ ভারত, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে তৃপক্ষীয় চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ভারত আমাদের কারিগরি সহায়তা দেবে। ভারতের কাছে বিদ্যুৎ বিক্রি করার কোনও আগ্রহ আমাদের নেই। আমাদের প্রচুর বিদ্যুৎ দরকার।’


/এসএনএস/এএমএ/বিএ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী