X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক সুজাত হত্যায় পাকিস্তান ও লস্কর ই তৈয়বা জড়িত: কাশ্মির পুলিশ

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৮, ১২:২৬আপডেট : ২৯ জুন ২০১৮, ১২:৩৫
image

‘রাইজিং কাশ্মির’ পত্রিকার সম্পাদক সুজাত বুখারিকে হত্যার পরিকল্পনা পাকিস্তানের মাটিতে বসেই করা হয়েছিল বলে দাবি করেছে কাশ্মির পুলিশ। এ হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বাকে দায়ী করেছে তারা। পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িত চার সন্দেহভাজনের নামও প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে জম্মু ও কাশ্মির পুলিশের আইজিপি  শ্যামপ্রকাশ পানি এসব দাবি করেন।

সুজাত এবং মোটরবাইকে থাকা সন্দেহভাজনদের ছবি
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় শ্রীনগরে নিজের অফিসের বাইরেই গুলিবিদ্ধ হন ‘রাইজিং কাশ্মির’ পত্রিকার প্রধান সম্পাদক সুজাত আর তার দেহরক্ষী। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সুজাত ও তার এক দেহরক্ষীকে  মৃত ঘোষণা করেন। আরও এক দেহরক্ষীর অবস্থা গুরুতর। খবরে বলা হয়, লাল চকের প্রেসক্লাবের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন  সুজাত। আচমকা বন্দুকধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এখনও কেউ এই হত্যার দায় স্বীকার না করলেও শুরু থেকেই পুলিশ সন্দেহ করছিলো জঙ্গিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সুজাত হত্যাকাণ্ডে বৃহস্পতিবার (২৮ জুন) সরাসরি লস্কর ই তৈয়বাকে দায়ী করে কাশ্মির পুলিশ। প্রকাশ করা হয় চার সন্দেহভাজনের পরিচয়।

পুলিশের দাবি অনুযায়ী, সন্দেহভাজনরা হলো- শেখ সাজ্জাদ গুল, আজাদ আহমেদ মালিক, মুজাফফর আহমেদ ও নাভিদ মালিক। শেষ দু’জনই খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে দাবি করা হচ্ছে। এর আগে ২০১৬ তে শ্রীনগরের বাসিন্দা সাজ্জাদ গুলকে পাসপোর্ট জাল করার মামলায় গ্রেফতার করা হয়েছিল। সন্দেহভাজনদের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করতে চলেছে কাশ্মির পুলিশ। রেড কর্নার নোটিসের জন্যও আবেদন করা হবে৷

কাশ্মির পুলিশের আইজিপি এসপি পানি বলেন, ‘পাকিস্তান যে বুখারির হত্যার সঙ্গে সারসরি যুক্ত ছিল, তার প্রমাণ রয়েছে আমাদের হাতে।’ তদন্তের দুটি অংশ রয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, প্রথমে পরিকল্পনা করা হয়েছে ও পরে খুন। খুনের আগে অনলাইনে বুখারির বিরুদ্ধে প্রচার চালানো হয়। Kashmirfight.wordpress.com-এর মাধ্যমে চলে সেই প্রচার। এছাড়া এ প্রচারণার কাজে “Kadwa sach Kashmir” নামে একটি ফেসবুক পেজ এবং আহমেদ খালিদের টুইটার হ্যান্ডেলও ব্যবহার করা হয়েছিল।

সাজ্জাদ গুল ব্লগ তৈরি করে বুখারির বিরুদ্ধে লেখালেখি করতো। গত ৬ ফেব্রুয়ারু শ্রীনগরের একটি হাসপাতাল থেকে পালিয়ে যায় আর এক অভিযুক্ত নাভিদ। খুনের পিছনে কি কারণ ছিল, তা স্পষ্ট করেনি পুলিশ। নিরাপত্তার স্বার্থে তারা শুধু সন্দেহভাজনের নাম ও ছবি ছাড়া আর কিছু প্রকাশ করতে পারবে না বলে জানিয়েছে। 

২০০০ সালে এক হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যান সুজাত বুখারি। তখন থেকেই তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছিলো। ১৪ জুনও তার সঙ্গে দুজন নিরাপত্তারক্ষী ছিলেন। তবুও হামলা থেকে রেহাই মেলেনি তার। 

/এফইউ/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি