X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরায়েলি গুলিতে আহত ফিলিস্তিনির মৃত্যু

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১৭:১৭আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৮:২৬

ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হওয়ার একদিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর থবর থেকে তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নিহত ২০ বছর বয়সী মোহাম্মেদ নাসির সুররাবকে শুক্রবার গাজা উপত্যকার খান ইউনিস শহরের পূর্বপ্রান্তে বিক্ষোভের সময় গুলি করে ইসরায়েলি বাহিনী। এদিন ১৫ বছর বয়সী ওথমান হেলেস নামে আরেক যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় আরও প্রায় ২২০ জন ফিলিস্তিনি আহত হন।

গাজায় ইসরায়েলি গুলিতে আহত ফিলিস্তিনির মৃত্যু

শুক্রবার গাজার পাঁচটি স্থানে ইসরায়েলি সীমান্ত বেড়ার কাছে বিক্ষোভ করেন কয়েক হাজার ফিলিস্তিনি। বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে মাহাম্মেদ নাসির আহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে নাসির সুররাবের হৃদস্পন্দন থেকে যায়।

গত ৩০ মার্চ শুরু হওয়া গ্রেট রিটার্ন মার্চ কর্মসূচির পর থেকে ধারাবাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। কর্মসূচির শেষ দিনটিকে ফিলিস্তিনিরা‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এবারের ভূমি দিবসের আন্দোলন শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। তবে এর মধ্যে কোনও ইসরায়েলির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অবরুদ্ধ গাজা থেকে পণ্য পাঠানো ও প্রয়োজনীয় পণ্য আনার জন্য ব্যবহৃত কেরেম শালোম সীমান্তে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। সোমবার তারা জানিয়েছে, মানবিক বিবেচনায় প্রয়োজনীয় এমন পণ্য ছাড়া আর কোনও কিছু গাজাতে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে গাজার জেলেদের জন্য মাছ ধরার এলাকা ৬ ন্যাটিক্যাল মাইলে নামিয়ে এনেছে ইসরায়েল। এই সিদ্ধান্ত নেওয়ার পর শুক্রবার জোরালো বিক্ষোভে শুরু করেন গাজার অধিবাসীরা।

ইসরায়েল দখলকৃত গাজায় ২০  লাখ মানুষের বাস। ২০০৬ সালে হামাসের বিজয়ের পর ২০০৭ এ সেখানে ইসরায়েল অবরোধ আরোপ করে। এক দশকেরও বেশি সময় ধরে সেখানকার অধিবাসীদের স্বাভাবিক চলাচল বন্ধ রয়েছে, বন্ধ হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সেখানকার ৮০ শতাংশ মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভর করে বেঁচে আছে। এরই মধ্যে পণ্য ও ত্রাণ সামগ্রী আনা নেওয়ার একমাত্র পথটির ওপরও নিষেধাজ্ঞা জারি করলো ইসরায়েলি দখলদার বাহিনী।

/আরএ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ