X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে হস্তক্ষেপের জন্য এখন পুতিনকে দায়ী করছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৩:০৩আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৫:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে অবস্থান পাল্টেছেন। বুধবার প্রচারিতব্য এক সাক্ষাৎকারে নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন তিনি। পুতিনকে দায়ী করার মধ্য দিয়ে সোমবার দেওয়া বক্তব্য থেকে সরে এলেন ট্রাম্প। সোমবারের ওই বক্তব্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

নির্বাচনে হস্তক্ষেপের জন্য এখন পুতিনকে দায়ী করছেন ট্রাম্প

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের জন্য পুতিন দায়ী। কারণ, তিনিই দেশটির দায়িত্বে রয়েছেন। আমি যেমন এই দেশে (যুক্তরাষ্ট্র) যেকোনও ঘটনার জন্য দায়ী, তেমনি পুতিনও দায়ী।

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে দেশটির গোয়েন্দাদের প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি আগেও তা বলেছি। আমি অনেকবারই বলেছি। আমি বলছি তা সত্য।

সোমবার ফিনল্যান্ডে পুতিনের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠকে কী বলেছেন জানতে চাইলে ট্রাম্প জবাব দেন, আমি দৃঢ়ভাবেই বলেছি আমাদের ওপর হস্তক্ষেপ চলবে না। আমাদের মধ্যে এটা হতে পারে না।

কিন্তু ট্রাম্প বলেননি যে মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন যদি সত্যি হয় তাহলে পুতিন মিথ্যা কথা বলছেন। এই বিষয়ে তিনি বলেছেন, তারা বা তিনি মিথ্যা বলছেন সেদিকে আমি যেতে চাই না। আমি শুধু বলতে চাই আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর আমার আস্থা রয়েছে। তাই তারা যখন কিছু বলে সেগুলোর গুরুত্ব রয়েছে।

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হেলসিংকিতে পুতিনের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে দীর্ঘ কথা হয়েছে। এই আলাপচারিতায় ২০১৬ সালের নির্বাচনে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে রাশিয়ার হস্তক্ষেপের কোনও কারণ তিনি দেখতে পাননি। অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগেই নিশ্চিত করেছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ হয়েছিল। সোমবারের বক্তব্যে দৃশ্যত মার্কিন গোয়েন্দা দাবি প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প।

তবে মঙ্গলবার ওই দাবি থেকে সরে আসেন ট্রাম্প। সোমবারের সংবাদ সম্মেলনে ভুল বলেছিলেন দাবি করেছেন তিনি। জানান, আসলে বলতে চেয়েছিলেন হস্তক্ষেপকারী রাশিয়া না হওয়ার কারণ দেখেন না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি তার পূর্ণ বিশ্বাস আর সমর্থন রয়েছে।

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ