X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের লেকে নৌকাডুবি, লাইফ জ্যাকেটের অভাবে ১৭ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৮, ২১:৫৫আপডেট : ২১ জুলাই ২০১৮, ২২:৫৫

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি লেকে বৃহস্পতিবার তীব্র ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯ জনই একই পরিবারের সদস্য। পরিবারটির বাকি দুই সদস্যসহ অন্য যাত্রীরা বেঁচে আছেন। বেঁচে যাওয়া এক নারীর দাবি, নৌকাটির ক্যাপ্টেন যথাসময়ে লাইফ জ্যাকেট সরবরাহ না করার কারণে প্রাণ গেছে ১৭ জন আরোহীর। দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন মিসৌরি রাজ্য সরকারের প্রধান মাইকেল পারসন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের লেকে নৌকাডুবি, লাইফ জ্যাকেটের অভাবে ১৭ জনের প্রাণহানি টিয়া কোলম্যান নামের বেঁচে যাওয়া ওই নারীর দাবি, দুর্ঘটনার আগে তিনি লাইফ জ্যাকেট চাইলেও ক্যাপ্টেন তা সরবরাহে অপারগতার কথা জানিয়ে তাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

তিনি বলেন, আমি সব সন্তান, স্বামী, শ্বশুর-শাশুড়ি, নন, চাচা, ভাগ্নিকে হারিয়েছি। আমি ঠিক আছি। কিন্তু ঘটনাটি আমার জন্য অনেক কষ্টের। ক্যাপ্টেন আমাদের বলেছেন লাইফ জ্যাকেট পরার দরকার নেই। তাই আমরা কেউই তা সঙ্গে নেইনি। কিন্তু যখন লাইফ জ্যাকেট পরার সময় হয় তখন অনেক দেরি হয়ে যায়। আমি মনে করি, লাইফ জ্যাকেট পরলে অনেকেই বেঁচে যেতেন।

মৃতদের বয়স ০১ থেকে ৭৬ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকৃতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেঁচে যাওয়া এক নারী জানিয়েছে, ধারণক্ষমতার বেশি ৩১ জন আরোহী নিয়ে যাত্রা করেছিল নৌকাটি। এর মধ্যে ২৯ জন যাত্রী এবং দুইজন ক্রু। দুর্ঘটনার পর ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

শেরিফ অফিস জানিয়েছে, বেঁচে যাওয়া ১৪ জনের মধ্যে সাতজন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে কক্স মেডিক্যাল সেন্টার ব্রানসন জানিয়েছে, ওই ঘটনায় আহতদের মধ্যে ছয়জন তাদের মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুইজন বয়স্ক মানুষের অবস্থা গুরুতর। দুই শিশুর অবস্থা স্থিতিশীল রয়েছে। এক শিশু এবং প্রাপ্তবয়স্ক একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা লাইফ জ্যাকেট পেয়েছিলেন বলে প্রতীয়মান হচ্ছে।

উল্লেখ্য, ট্যুরিস্ট লেকগুলোতে এ ধরনের ‘ডাক বোট’ বা ছোট নৌকা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সূত্র: সিএনএন, এবিসি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!