X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন সরকারের জঙ্গি নজরদারিকে চ্যালেঞ্জ করে মুসলিম সংগঠনের মামলা

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
১০ আগস্ট ২০১৮, ১৫:১৪আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৫:২২
image

মার্কিন সরকারের নজরদারিতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের তালিকাকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের মুসলিমদের অধিকার আদায়ের সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর)। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানের যাত্রীদের ওপর গোপনে নজরদারি চালানোর কর্মসূচিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। জঙ্গি নজরদারির তালিকায় নাম থাকা ২০ জন ব্যক্তির পক্ষে সংগঠনটি এ মামলা দায়ের করে।

নজরদারির তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিমানে ভ্রমণ করতে দেওয়া হয় না ও হয়রানির শিকার হতে হয়
মামলার অভিযোগে দাবি করা হয়, এ ২০ ব্যক্তি শুধু মুসলিম হওয়ার কারণে তাদেরকে জঙ্গি নজরদারিতে রাখা হয়েছে। তারা সবাই নিরপরাধ আমেরিকান মুসলিম। তাদেরকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি, গ্রেফতার করা হয়নি, সহিংস কোনও অপরাধের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়নি। এ ব্যবস্থার কারণে এসব মুসলিম নিজ দেশে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো’ জীবন যাপন করছেন বলেও অভিযোগ করা হয়।

সিএআইআর-এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, ‘আমেরিকান মুসলিমরা দ্বিতীয় শ্রেণির নাগরিকত্ব পাওয়ার কথা নয় এবং নিরপরাধ মুসলিমদেরকে হয়রানির লক্ষ্যবস্তু করতে সরকারকে নজরদারি তালিকা ব্যবহারের অনুমতি দেওয়াটা ফেডারেল আদালতের জন্য উচিত নয়।’

অভিযোগপত্রে বলা হয়, নজরদারির তালিকায় থাকা ব্যক্তিদেরকে বিমানে ভ্রমণ করতে দেওয়া হয় না । তাছাড়া তাদেরকে আক্রমণাত্মকভাবে তল্লাশি করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, সীমান্ত পারাপারে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়, তাদের ইলেক্ট্রনিকস পণ্য জব্দ করা হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়।

সিএআইআর-এর জাতীয় মামলা-মকদ্দমাবিষয়ক পরিচালক লেনা মাসরি বলেন: ‘নজরদারি তালিকাটি মৌলিক সাংবিধানিক অধিকারের নজিরবিহীন লঙ্ঘন।’

মামলার বাদী পক্ষের দাবি, যেকোনও ধরনের নজরদারি তালিকা কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞার ডাটাবেজ থেকে তাদের নাম বাদ দিতে হবে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার জন্য ক্ষতিপূরণও চেয়েছে তারা।

অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ও এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে-সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদেরকে মামলায় বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

/এফইউ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ