X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাসপোর্ট ছাড়া আর ভেনেজুয়েলীয়দের ঢুকতে দেবে না ইকুয়েডর

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ১৮:১৫আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৮:২৫
image

ভেনেজুয়েলা থেকে কলম্বিয়া হয়ে যারা নিকটবর্তী দেশ ইকুয়েডরে ঢোকার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে ইকুয়েডর। দেশটি নতুন বিধি জারি করে বলেছে, পাসপোর্ট ছাড়া আর কোনও ভেনেজুয়েলীয় নাগরিককে তারা ঢুকতে দেবে না। ইকুয়েডরে ঢুকতে ইচ্ছুক ভেনেজুয়েলীয়দের অনেকেরই লক্ষ্য নিকটবর্তী দেশ পেরু। তারা প্রথমে কলম্বিয়া যান। সেখান থেকে ইকুয়েডর। আর তারপর ইকুয়েডরের প্রতিবেশী দেশ পেরুতে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুধু ইকুয়েডর নয়, সমস্যা সংকুল ভেনেজুয়েলা থেকে মানুষ আশ্রয় প্রার্থী মানুষদের যাওয়া ঠেকাতে আরেক প্রতিবেশী দেশ ব্রাজিলেও সীমান্ত বন্ধ করে দিয়েছে। ইকুয়েডর সীমান্তে ভেনেজুয়েলীয়দের ঢল

তেল উৎপাদনকারী পশ্চিম গোলার্ধের দেশগুলোর মধ্যে ভেনেজুয়েলার মজুতই সবচেয়ে বেশি। তারপরও দেশটিতে মুদ্রাস্ফীতির পরিমাণ এখন বিশ্বের সর্বোচ্চ। দেশটিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ওষুধের চরম সংকট চলছে। অনেক নাগরিকই অনাহারে থাকার কথা জানিয়েছেন। ভেনেজুয়েলার রাজনৈতিক অবস্থাও অস্থির। বিরোধীরা অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সমাজতন্ত্রী দলের শাসনকে দায়ী করেছেন। গত বছর সরকারবিরোধী আন্দোলনে নিহত হয়েছে বহু বিরোধী দলীয় সমর্থক। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিরোধীরা প্রচারণা চালালেও মে মাসের নির্বাচনে আবার জিতেছেন তিনি। আর তাকে লক্ষ্য করে ড্রোনবাহিত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার পর দেশটির রাজনৈতিক অবস্থা আরও অস্থির হয়ে উঠেছে।

শনিবার থেকে পাসপোর্ট ছাড়া আর কোনও ভেনেজুয়েলীয় নাগরিককে ইকুয়েডর তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না। কিন্তু সীমান্তে পৌঁছেছেন, তারা ইকুয়েডরের সিদ্ধান্তে ভঙ্গে পড়েছেন। কারণ তাদের কাছে শুধু পরিচয়পত্র রয়েছে। ১০ লাখেরও বেশি ভেনেজুয়েলীয় নাগরিক গত ১৫ মাস ধরে ইকুয়েডরে ঢুকেছেন। ইকুয়েডরেরে সরকারি কর্মকর্তাদের মতে, প্রতিদিন চার হাজার করে ভেনেজুয়েলীয় ইকুয়েডর সীমান্তে উপস্থিত হচ্ছেন। ইকুয়েডরেরে এই সিদ্ধান্ত সমস্যাকে আরও বাড়িয়ে দেবে উল্লেখ করে ‘মাইগ্রেশন কলম্বিয়ার’ পরিচালক ক্রিস্টিয়ান ক্রুগার সারমিয়েনতো বিবিসিকে বলেছেন, ‘পাসপোর্ট চেয়ে এই মানুষদের থামানো যাবে না। কারণ তারা শখ করে দেশ ছাড়ছে না। প্রয়োজনের তাগাদায় বের হয়েছে। ইকুয়েডরের সিদ্ধান্তে কার্যত অনিবন্ধিত শরণার্থীদের সংখ্যাই বাড়বে।’

মানচিত্রে সংশ্লিষ্ট দেশগুলোর অবস্থান বিবিসি লিখেছে, শনিবার প্রায় ৩০০ ভেনেজুয়েলীয় ইকুয়েডর সীমান্তের যাছে রুমিচাকা চৌকিতে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। তাদের অনেকেই জানিয়েছেন, তাদের কোনও পাসপোর্ট নেই। এদের একজন ৫০ বছর বয়স্ক গ্যাব্রিয়েল মালাভোল্টা। তিনি জানিয়েছেন, ইকুয়েডর হয়ে স্থলপথে পেরুর লিমাতে যাওয়ার জন্য তার ইকুয়েডর সীমান্তে যাওয়া। নিজের পাসপোর্ট থাকলেও জানালেন, বাগদত্তা ইয়েনির পাসপোর্ট নেই। রেডক্রসের একটি তাবুতে বসে তিনি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা জানি না, আমরা এখন কী করব। আর যা-ই হোক, আমরা ফিরে যেতে পারব না। আমি একা এগিয়ে যাব আর আমার বাগদত্তাকে ফেরত পাঠাবো, যেখানে তাকে অনাহারে থাকতে হবে তা সম্ভব নয়। আপনারা জানেন না ভেনেজুয়েলায় কী অবস্থা চলছে। এমনও হচ্ছে যে, পুরো পরিবারকে ময়লা ফেলার স্থান থেকে খাবার কুড়িয়ে খেতে হচ্ছে।’
ভেনেজুয়েলার ভঙ্গুর আর্থসামজিক অবস্থার প্রেক্ষিতে নাগরিকদের অন্যত্র আশ্রয় নেওয়ার এই প্রবণতায় পেরুও ইকুয়েডরের মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। আগামী ২৫ আগস্ট থেকে পাসপোর্ট ছাড়া তারা কোনও ভেনেজুয়েলীয় নাগরিককে দেশে ঢুকতে দেবে না। প্রতিবেশী আরেক দেশ ব্রাজিলও ভেনেজুয়েলার অবস্থায় সতর্ক হয়েছে। তারা সীমান্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এ মাসের শুরুর দিকে। ব্রাজিলে আশ্রয় নেওয়া ভেনেজুয়েলীয়দের ওপর হামলার ঘটনাও ঘটেছে। শনিবার পাকারাইমা শহরে ভেনেজুয়েলীয়দের অবস্থানের ওপর হামলা চালিয়ে তাদের সব কিছু পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা। তারপর তাড়া করে ভেনেজুয়েলীয়দের সীমান্তের বাইরে যেতে বাধ্য করেছে। অভিযোগ উঠেছিল, ব্রাজিলের ওই শহরের একটি রেস্টুরেন্ট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই করেছে কয়েকজন ভেনেজুয়েলীয়।

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন