X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শর্তহীনভাবে অনুগত থাকতে চীনা সেনাবাহিনীর প্রতি শি জিনপিংয়ের আহ্বান

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ২৩:৩৪আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২৩:৩৬
image

চীনের সেনাবাহিনীকে ‘শর্তহীনভাবে অনুগত’ হতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ) নামে পরিচিত চীনের সেনাবাহিনীর এক অনুষ্ঠানে রবিবার ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানিয়ে তিনি আর বলেছেন, সেনা বাহিনীতে পার্টির আদর্শের ভিত্তি আরও মজবুত করতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, সশস্ত্র বাহিনীর প্রধান হওয়ার পরও ‘শর্তহীন আনুগত্যের’ দাবি করাটা শি জিনপিংয়ের পক্ষ থেকে দেওয়া একটি বার্তা। এর মাধ্যমে তিনি তার বিরোধীদের জানিয়ে দিতে চান, অবস্থান সংহত রাখতে তিনি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। চীনা সেনাবাহিনী

রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে অনুষ্ঠানটি প্রচার করা হয়েছে দীর্ঘ সময় ধরে। সেখানে শি জিনপিংকে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করতে দেখা গেছে। তিনি সেনা সদস্যদের সামরিক অভিবাদনও গ্রহণ করেছেন। এ সময় তিনি উর্দি পরিহিত অবস্থায় ছিলেন। দেশটির সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেছেন, ‘সেনাবাহিনীর মধ্যে শক্তিশালীভাবে পার্টির আদর্শের বাস্তবায়ন চীন ও চীনের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্যই প্রয়োজনীয়। সেনাবাহিনীর ওপর দলের প্রশ্নাতীত নিয়ন্ত্রণ থাকতে হবে। পার্টির প্রতিও সেনাবাহিনীর শর্তহীন আনুগত্য থাকতে হবে। তা নিশ্চিতে আমাদেরকে সেনাবাহিনীর ভেতরে পার্টির আদর্শের ভিত্তি শক্তিশালী করতে হবে।’

গার্ডিয়ান লিখেছে, চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান  থাকা পূর্ববর্তী নেতাদের তুলনায় শি জিনপিং সেনাবাহিনীর ওপর অনেক বেশি কর্তৃত্ব আরোপ করেছেন। ২০১২ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া শি দেশটির সেনাবাহিনীরও প্রধান। তারপরও আনুগত্যের প্রশ্নে সেনাবাহিনীকে আহ্বান জানানোর কারণ ব্যাখ্যা করতে গার্ডিয়ান লিখেছে, শি জিনপিংয়ের অনিরাপদ বোধ করার কোনও কিছু ঘটে থাকতে পারে। বিশেষ করে যেখানে চীনের বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা অর্থনীতি, স্বাস্থ্য খাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের বিষয়ে শি জিনপিং য়ের ওপর ক্ষুব্ধ হয়েছেন মর্মে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে। ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির’ খন্ডকালীন শিক্ষক ও গবেষক অ্যাডাম নি মন্তব্য করেছেন, ‘তিনি সেনাবাহিনীর ভেতরে থাকা বিরুদ্ধবাদীদের প্রতি বার্তা দিয়েছেন। তিনি তাদের জানাতে চান, যেহেতু অনিরাপদ বোধ করার মতো বিষয় আছে এবং তার পদে নিয়ে অনিশ্চয়তা আছে সেহেতু সুতরাং তিনি সর্বোচ্চ সতর্কতামূলক সিদ্ধান্ত নেবেন।’

পিএলএকে চীনের রাষ্ট্রীয় অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অঙ্গ হিসেবে উল্লেখ করে গার্ডিয়ান লিখেছে, শি জিনপিংয়ের শাসনামলে পিএলএ কমিউনিস্ট পার্টির আরও বেশি নিয়ন্ত্রণে চলে গেছে। দেশটির সেনাবাহিনীর উচ্চ ও মধ্যম সারির পূর্ববর্তী কর্মকর্তাদের সরিয়ে দিয়ে তাদের স্থানে তার অনুগত কর্মকর্তাদের বসানো হয়েছে। ‘মিলিটারি কমিশনের’ আকার ১১ সদস্য থেকে কমিয়ে ৭ সদস্যের করা হয়েছে। পিএলএ এখন সেনাবাহিনীর বিধি-বিধানের বদলে পার্টির বিধি-বিধান বাস্তবায়ন করছে। এসব বিধি-বিধানের মধ্যে রয়েছে, মোবাইল ফোন ব্যবহারবিধি থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারের শর্তও। সেনা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পাওয়া সাপেক্ষে পিএলএ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট চালু রাখার সুযোগ পান।

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা