X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেশে দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ১৬:০৬আপডেট : ২২ আগস্ট ২০১৮, ০৮:১৭
image

 

উপসাগরীয় দেশগুলোসহ এশিয়ার একাংশ এবং ইউরোপ-আমেরিকার বেশকিছু দেশে মঙ্গলবার উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদ উপলক্ষে বিভিন্ন দেশে পূর্বঘোষিত সরকারি ছুটি পালিত হচ্ছে। মুসলিমদের পবিত্র এই ধর্মীয় উৎসব উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার-প্রধান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পশু কোরবানির মধ্য দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাকসহ আরব উপসাগরীয় দেশগুলো মঙ্গলবার (২১ আগস্ট) উদযাপন করছে। একই দিন ঈদ উদযাপন করছেন ফিলিপাইন, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মুসলিমরাও। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল ইউরোপ-আমেরিকার অনেক মুসলিমও এ দিনে ঈদ উদযাপন করছেন।
লেবাননের বৈরুতে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা

ইসলাম ধর্মমতে, নবী হযরত ইব্রাহিমকে (আঃ) মহান আল্লাহ  তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন । স্বপ্নে পাওয়া এই আদেশে হযরত ইব্রাহিম (আঃ) তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। এতে ইব্রাহিমের (আঃ) প্রতি সন্তুষ্ট হয়ে পুত্রের পরিবর্তে পশু কোরবানির নির্দেশ দেন সৃষ্টিকর্তা। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর পশু কোরবানি করেন । দিনটি তখন থেকেই ঈদুল আযহা হিসেবে পালিত হয়ে আসছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সৌদি আরবে ১০ দিন সরকারি ছুটি চলছে। হজ পালনে মক্কায় অবস্থানরত ২০ লাখেরও বেশি মুসলিমের এদিন মীনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের পর পশু কোরবানি দেওয়ার কথা। এদিকে দামেস্কের মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আল-রাওদা মসজিদে তিনি মন্ত্রী পরিষদের সদস্য, আইনপ্রণেতা ও দলীয় নেতা-কর্মীর সঙ্গে নামাজ আদায় করেছেন।  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যের এরদোয়ান দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তুরস্কের পতাকা, জাতীয় প্রতীক বা সার্বভৌমত্বের দিকে যারা আক্রমণ করবে, তাদের উপযুক্ত জবাব দেয়া হবে।

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের পাঁচটি মসজিদের নিয়ে গঠিত একটি কমিটি মুসুল্লিদের জন্য খোলা ময়দানে ঈদের জামাতের আয়োজন করেছে। ‘স্মল হিথ পার্কে’ আয়োজিত এ জামাতটি যুক্তরাজ্যে মুসলমানদের সবচেয়ে বড় জামাত। বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।  তিনি সোমবার নিজের টুইটার একাউন্ট থেকে মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর সঙ্গে থাকা সুসম্পর্কের জন্য যুক্তরাষ্ট্র গর্বিত।’

কানাডাতেও আজ ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঈদ উপলক্ষে দেওয়া  শুভেচ্ছা  বার্তায়  কানাডিয়ান মুসলিম এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়কে অভিনন্দন জানান।

 

/বিএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী