X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী কিম

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৬:৫৩

যত দ্রুত সম্ভব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সঙ্গে বৈঠকের পর কিম এমন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

আবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী কিম

রবিবার সকালে উত্তর কোরীয় রাজধানী পিয়ংইয়ংয়ে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন কিম ও পম্পেও। এরপর সিউলের উদ্দেশ্যে যাত্রা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পম্পেও বলেন, তিনি কিম জংয়ের সঙ্গে একমত হয়েছেন যে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্মেলন হওয়া উচিত। যদিও এখনও নির্দিষ্ট করে কোনও সময় নির্ধারণ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে সম্মেলনের তারিখ ও স্থান নিয়ে আলোচনা করেছেন নেতারা। আলোচনা হয়েছে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও। 

গত জুনে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। ওই বৈঠকে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হন। সম্প্রতি দ্বিতীয় দফা বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়ে ট্রাম্পকে চিঠি লিখেছেন কিম। ওই চিঠির পর কিমের সঙ্গে সাক্ষাৎ এবং এই অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলো সফরে আসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও।

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে পম্পেও বলেন, ‘আমাদের খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা বলেছেন, আমাদের সামনে অনেক কিছু করার আছে। আমার মনে হয় সেই লক্ষ্যেই আমার আরেক ধাপ এগিয়ে গেলাম।’

কিম জং উনও একে ‘ভালো বৈঠক’ বলে উল্লেখ করছেন। তিনি বলেন, ‘এটা শুভদিন। এবং দুই দেশের জন্যই সুন্দর ভবিষ্যত নিয়ে আসবে।


 

 

/এমএইচ/
সম্পর্কিত
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট