X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাশোগির নিখোঁজের ঘটনায় দুর্বৃত্তরা জড়িত থাকতে পারে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, ০৯:৪১আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৩

সৌদি সাংবাদিক জামাল খাশোগির রহস্যজনক নিখোঁজের জন্য ‘দুর্বৃত্ত হত্যাকারীরা’ দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলার পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ট্রাম্প।

খাশোগির নিখোঁজের ঘটনায় দুর্বৃত্তরা জড়িত থাকতে পারে: ট্রাম্প

জামাল খাশোগি গত সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে প্রবেশের পর আর বের হন নি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কন্সুল্যেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার। এই অভিযোগ থেকে সৌদি সরকারকে বাঁচানোর জন্যই ট্রাম্প দুর্বৃত্তদের দোষারোপ করছেন বলে মনে করছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সৌদি আরবের বাদশাহ সালমানকে ফোন করেন। ট্রাম্পের সঙ্গে কথোপকথনে সৌদি বাদশাহ দাবি করেন, জামাল খাশোগির অন্তর্ধানের বিষয়ে দেশটি জড়িত নয়। ট্রাম্প নিজে তার টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেন। এতে ট্রাম্প লিখেছেন, ‘সৌদি আরবের বাদশাহর সঙ্গে এইমাত্র কথা বললাম। সৌদি আরবের ওই নাগরিকের কি হয়েছে সে বিষয়ে তিনি জানেন না বলে জানালেন। তিনি বলেছেন, কী ঘটেছে তা জানার জন্য তারা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। আমি খুব দ্রুতই আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করতে পাঠাব।’

পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘বাদশাহ (সালমান) এই বিষয়ে কিছু জানার কথা পুরোপুরি অস্বীকার করেছেন।’ ট্রাম্প বলেন, ‘এটা শুনে মনে হয়েছে, দুর্বৃত্ত হত্যাকারীরা এই ঘটনায় দায়ী হতে পারে। আমি বলতে চাচ্ছি, কে জানে? আমরা দ্রুতই এই ঘটনার তলানিতে পৌঁছাতে যাচ্ছি, কিন্তু সৌদি বাদশাহ বিষয়টি সোজাসুজি অস্বীকার করেছেন।’

/আরএ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ