X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ‘বর্ণবাদী’ বিজ্ঞাপন প্রত্যাখ্যান মার্কিন নেটওয়ার্কগুলোর

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ১২:৩৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১২:৩৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের একটি ‘বর্ণবাদী’ বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে দেশটির শীর্ষস্থানীয় নেটওয়ার্কগুলো। এ তালিকায় রয়েছে ফেসবুক থেকে শুরু করে সিএনএন ও এনবিসি’র মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো। এমনকি ট্রাম্পের পছন্দের টেলিভিশন নেটওয়ার্ক হিসেবে পরিচিত ফক্স নিউজ-ও বিজ্ঞাপনটি প্রচারে অস্বীকৃতির কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র একদিন আগে বর্ণবাদের অভিযোগে বিজ্ঞাপনটি প্রত্যাহার করলো দেশটির শীর্ষস্থানীয় নেটওয়ার্কগুলো। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ট্রাম্পের ‘বর্ণবাদী’ বিজ্ঞাপন প্রত্যাখ্যান মার্কিন নেটওয়ার্কগুলোর ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনটি গত সপ্তাহে অনলাইনে ছাড়া হয়। এটি তৈরি করেছে ট্রাম্পের ২০২০ সালের পুনর্নির্বাচন প্রচারণা শিবির। বিজ্ঞাপনটিতে ২০১৪ সালে দুই পুলিশ কর্মকর্তাকে খুনের দায়ে অভিযুক্ত মেক্সিকো থেকে আসা এক অবৈধ অভিবাসীকে দেখা গেছে আদালত কক্ষে। লাতিন আমেরিকান অভিবাসীরা মেক্সিকো হয়ে সীমান্তের দিকে এগিয়ে আসছে, এমন দৃশ্যের পাশাপাশি ওই বিষয়টি দেখানো হয়েছে। ফলে বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। সমালোচকরা একে অসংবেদনশীল, বর্ণবাদী বা জাতিগত বিভেদ সৃষ্টিকারী বিজ্ঞাপন হিসেবে আখ্যায়িত করেছেন। আর এসব সমালোচকদের মধ্যে রয়েছেন খোদ ট্রাম্পের নিজ দল রিপাবালিকান পার্টির সদস্য থেকে ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত টিভি চ্যানেল ফক্স নিউজ-ও। 

সিএনএন, এনবিসি বা ফক্স নিউজের মতো সংবাদমাধ্যমগুলোর বাইরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকও ওই বিজ্ঞাপন নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, অর্থের বিনিময়ে আর বিজ্ঞাপনটি প্রচার করবে না তারা। অর্থাৎ, এটি বুস্ট করার সুযোগ থাকছে না। তবে ব্যবহারকারীরা চাইলে এটি শেয়ার করতে পারেন।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার অংশ নিতে পারেন বলে ধারণা করছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। গত অর্ধশত বছরের মধ্যে এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের রায় দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ নির্বাচনেই নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা