X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বাণিজ্য চুক্তি বিষয়ে মালদ্বীপ ‘সঠিক সিদ্ধান্ত’ নেবে: চীন

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ১৭:৩৭আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৭:৪১

দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি অব্যাহত রাখার বিষয়ে মালদ্বীপ ‘সঠিক সিদ্ধান্ত’ নেবে বলে আশা প্রকাশ করেছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের কাছে এই কথা বলেন। কয়েকদিন আগে মালদ্বীপের একজন জ্যেষ্ঠ রাজনৈতিক চীনের সঙ্গে করা বাণিজ্য চুক্তি থেকে বের হয়ে আসার কথা জানানোর পর এই প্রতিক্রিয়া জানালো দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মালদ্বীপ

গত বছরের ডিসেম্বরে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন তার বেইজিং সফরে চীনের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করেন। বিরোধী দলগুলোর প্রতিবাদের মধ্যেই মালদ্বীপের পার্লামেন্টে চুক্তিটি তড়িঘড়ি করে অনুমোদন করা হয়। এক হাজার পৃষ্ঠার প্রস্তাবের ওপর কোনও ধরনের বিতর্ক না করে মাত্র এক ঘণ্টার মধ্যে তা পাস করান প্রেসিডেন্ট ইয়ামিন।

দেশটির আরেক সাবেক প্রেসিডেন্ট ও মালদ্বীপের ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মোহাম্মদ নাশিদ এই চুক্তিকে একটি ‘একপাক্ষিক চুক্তি’ হিসেবে অভিহিত করে। তার মতে, এতে চীনকে একতরফা সুবিধা দেওয়া হয়েছে। তার দল বর্তমান জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এই সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে এমন চুক্তি করতে যাওয়া একটা ভুল ছিল’। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র এই উপদেষ্টা আরও বলেন, ‘শুল্কমুক্ত বাণিজ্য চুক্তিটি কার্যকর হওয়ার জন্য যেসব আইন পরিবর্তনের দরকার রয়েছে, মালদ্বীপের পার্লামেন্ট তার অনুমোদন দেবে না।’

নাশিদের এমন মন্তব্যের পর মঙ্গলবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সুয়াং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বাণিজ্য চুক্তিটি বন্ধুত্বপূর্ণ ও সমান মতামতের ভিত্তিতে হয়েছে। আর এটা ‘পারস্পারিক লাভজনক’ চুক্তি।  জেং আরও বলেন, ‘এটা যত তাড়াতাড়ি কার্যকর করা হবে, উভয় পক্ষের জন্য তত তাড়াতাড়ি লাভবান হবে। আমরা বিশ্বাস করি, মালদ্বীপ সরকার সঠিক সিদ্ধান্তটিই নেবে’।

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট সোলিহ গত শনিবার দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বলেছিলেন, চীনা ঋণদাতাদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ঋণ নেওয়ায় মালদ্বীপ অর্থনৈতিক সংকটে পড়েছে। মালদ্বীপের শুল্ক বিভাগের হিসাব মতে, এই বছরের জানুয়ারি মাস থেকে আগস্ট পর্যন্ত চীন দেশটিতে ৩৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে। আর মালদ্বীপ থেকে চীনে মাত্র ২ লাখ ৬৫ হাজার ডলারের সামান্য বেশি পণ্য রফতানি হয়েছে। চুক্তি কার্যকর হলে এসব পণ্যের জন্য চীনকে কোনও শুল্ক দিতে হবে না।

পর্যটকদের জন্য বিলাসবহুল রিসোর্টের জন্য বিশ্বে পরিচিত মালদ্বীপে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে সেখানকার মহাসড়ক ও আবাসন খাতে এসব অর্থ ব্যয় করা হয়েছে। এশিয়া ও বিশ্বের বাকি অংশে চীনের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে চীন সরকার। তবে অনেক দেশই চীনের এই উদ্যোগের মধ্যে ঋণের ফাঁদ রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে। তবে চীন বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে।

/আরএ/
সম্পর্কিত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
পুতিনকে অভিনন্দন জানালেন শি
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ