X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশকে 'হাস্যকর' বললো বিচার বিভাগ

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ০৯:৫০আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১০:৪০

'আদালতের স্থগিতাদেশের পরও মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের আশ্রয়প্রদানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষে কাজ করবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। নাগরিক অধিকার আদায়ের সংগঠনগুলোর আবেদনের পর সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি জন টিগারের ওই সাময়িক স্থগিতাদেশকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশকে 'হাস্যকর' বললো বিচার বিভাগ

৮ নভেম্বর অবৈধভাবে প্রবেশকৃত অভিবাসীদের আশ্রয়প্রদান নিষিদ্ধ করে একটি যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও স্বরাষ্ট্র দফতর। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর মনে হলে অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় ‘সকল ভীনদেশী নাগরিকের প্রবেশ বন্ধ’ করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তাদের ওপর প্রতিবন্ধকতা আরোপের এখতিয়ারও রয়েছে তার। সে অনুযায়ী, যুক্তরাষ্ট্র-মেক্সিকান সীমান্ত হয়ে প্রবেশের ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি নিষেধাজ্ঞা দেন, তবে যারা সে পথ দিয়ে অবৈধভাবে  যুক্তরাষ্ট্রে  প্রবেশ করবে তাদেরকে অভিবাসনের জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে না।

তাৎক্ষণিকভাবে নতুন এ নিয়মের বিরোধিতা করে নাগরিক অধিকার আদায়ের সংগঠনগুলো। একে ‘অবৈধ’ পদক্ষেপ উল্লেখ করে সান ফ্রান্সিসকোর আদালতের শরণাপন্ন হয় তারা। সংগঠনগুলোর দাবি, প্রবেশ যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যে কেউ অভিবাসনের জন্য আবেদন করতে পারে। এরপরই আদালত নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করে।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ বলেছে, এটা খুবই ‘হাস্যকর’ যে, অবৈধ আগন্তুকদের সরকারি সুবিধা পাওয়া ঠেকাতে পুরো কেন্দ্রীয় সরকারের উদ্যোগ বন্ধ করে দেওয়ার সক্ষমতা নাগরিক অধিকার সংগঠনগুলোকে দিয়ে দিলেন টিগার। অথচ এসব অভিবাসী ওই সুবিধার যোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা নির্বাহী বিভাগের বৈধতা ও আমাদের দক্ষিণ সীমান্তের সংকট সমাধানের ক্ষেত্রে এর কর্তৃত্বের যৌক্তিক কার্যক্রমের সুরক্ষা দিতে কাজ চালিয়ে যাব।’

এর আগে আদালতের নির্দেশের পর আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনজীবী লি গিলার্ন্ট বলেন, ট্রাম্পের নীতি মানুষের জীবনকে বিপন্ন করছে। তিনি বলেন, ‘মানুষের আশ্রয়ের আবেদন করার অধিকার অস্বীকার করার মতো কোনও গ্রহণযোগ্য কারণ নেই। তাদের প্রবেশের ধরনের কারণে আমরা তাদের পুনরায় বিপদের মধ্যে ফেলে দিতে পারি না।’

ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারিকারী বিচারক টিগারকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়োগ দিয়েছেন। তিনি ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেন। একই দিন এই স্থগিতাদেশ বাড়ানোর বিষয়ে শুনানির দিনও ধার্য করেন তিনি।

/আরএ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ