X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যে চুক্তিতেই হোক, ব্রেক্সিট খারাপই হবে: যুক্তরাজ্যের সরকারি প্রতিবেদন

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৯ নভেম্বর ২০১৮, ০০:০৬আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০১:৫৯
image

যুক্তরাজ্যের সরকারি একটি অর্থনৈতিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য যে চুক্তিই বাস্তবায়ন করা হোক না কেন তা দেশটির অর্থনৈতিক অবস্থাকে বেকায়াদায় ফেলবে। পার্থক্য এটুকুই, প্রধানমন্ত্রী থেরেসা মে যে চুক্তি অনুযায়ী ব্রেক্সিট বাস্তবায়ন করতে যাচ্ছেন তাতে তুলনামূলকভাবে কম ক্ষতি হবে। কিন্তু ক্ষতি হবেই। সরকারি প্রতিবেদন হলেও এর সঙ্গে একমত নন খোদ সরকারি দলের ব্রেক্সিটপন্থীরা। তারা মনে করেন, অর্থনৈতিক বিষয়ে ভবিষ্যদ্বাণী আগেও ভুল হয়েছে। আর এসব ভবিষ্যদ্বাণী যেসব অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয় সেসব অনুমান প্রশ্নবিদ্ধ। তারা মানুষকে আতঙ্কিত না করে উৎসাহী করে তোলার আহ্বান জানিয়েছেন। যে চুক্তিতেই হোক, ব্রেক্সিট খারাপই হবে: যুক্তরাজ্যের সরকারি প্রতিবেদন

প্রতিবেদনের ভাষ্য, থেরেসা মের ব্রেক্সিট বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী সবকিছু হলে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কারণে ১৫ বছরের মাথায় দেশটির অর্থনীতির আকার কমবে ৩.৯ শতাংশ। অন্যদিকে ‘নো-ডিল ব্রেক্সিট’ নামে পরিচিত চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়িত হলে দেশটির অর্থনীতির আকার ৯.৩ শতাংশ কমার আশঙ্কা রয়েছে। আগামী ১৫ বছরে দেশটির সব এলাকাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে লন্ডনের ক্ষতি হবে সবচেয়ে বেশি। ইইউতে থাকা অবস্থায় যে জিডিপি দেশটির রয়েছে, ইইউ ছাড়লে তা হ্রাস পাবে শূন্য দশমিক সাত শতাংশ।  অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ প্রতিবেদন তৈরিতে যুক্ত ছিলেন ব্রেক্সিট, শিল্প, পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সংশ্লিষ্ট প্রতিবেদনে ১৫ বছর পরে ব্রিটিশ অর্থনীতির আকার যে ৩.৯ শতাংশ হ্রাস পাবে বলে উল্লেখ করা হয়েছে, তার আর্থিক মূল্য কত তা নির্দিষ্ট করে বলা হয়নি। বিশ্লেষকরা বলছেন, ২০৩০ সালের হিসেবে এর পরিমাণ হতে পারে ১০ হাজার কোটি পাউন্ড।

গত বুধবার (২৮ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হাউজ অব কমনসে দেওয়া ভাষণে বলেছেন, ‘আমাদের দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য এই চুক্তিটিই সবচেয়ে সেরা যা গণভোটের ফলাফলেরই বাস্তবায়ন।’ আগামী ১১ ডিসেম্বর যুক্তরাজ্যের সংসদে থেরেসা মের ব্রেক্সিট চুক্তিটি উপস্থাপিত হবে ভোটাভুটির জন্য। সেখানে প্রস্তাবটি পাস না হলে যে অচলাবস্থা তৈরি হবে তা নিরসনে ‘নো-ডিল ব্রেক্সিট’ কার্যকর হতে দেখা যেতে পারে। থেরেসা মে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমপিদের সমর্থন আদায়ে। তিনি বুধবার স্কটল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন নিজের প্রস্তাবের পক্ষে সমর্থন বাড়াতে প্রচারণা চালানোর জন্য। কিন্তু অর্থনৈতিক ভবিষ্যদ্বাণী করা যুক্তরাজ্যের সরকারি প্রতিবেদনটির কারণে থেরেসা মের কাজ আরও কঠিন হয়ে গেল।

খোদ সরকারি প্রতিবেদনেই অর্থনৈতিক ক্ষতি হওয়ার কথা উল্লেখ করা হলেও ব্রেক্সিটপন্থীরা এই বক্তব্যকে কল্পিত আতঙ্ক আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছেন। থেরেসা মের ব্রেক্সিট বাস্তবায়ন চুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করে গত মাসে পদত্যাগ করা ব্রেক্সিটমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ‘অর্থনৈতিক যতগুলো ভবিষ্যদ্বাণী আছে তার প্রায় সবগুলোই ত্রুটিপূর্ণ। সেসবের ব্যর্থ হওয়ার অতীত প্রমাণ আছে। যেসব অনুমানের ওপর ভিত্তি করে তারা অর্থনৈতিক ভবিষ্যৎবাণী করেন সেগুলো প্রশ্নবিদ্ধ। আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মানুষকে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ঠেলে না দিয়ে মানুষকে উৎসাহিত করা উচিত।’ আরেক সাবেক ব্রেক্সিটমন্ত্রী ডেভিড ডেভিস বলেছেন, ‘অর্থনতিক ভবিষ্যদ্বাণী আগেও ভুল প্রমাণিত হয়েছে।’

/এএমএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ