X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিদেশিদের হত্যার সুযোগ বাড়ছে অস্ট্রেলীয় এজেন্টদের

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ১৯:৩২আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২০:৩৫
image

অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থায় কাজ করা এজেন্টরা বিদেশে কোনও মিশনে হত্যার প্রয়োজন পড়লে তা কার্যকরে আরও বেশি স্বাধীনতা পেতে যাচ্ছেন। এতদিন অস্ট্রেলিয়ার এজেন্টদের শুধু বিশেষ পরিস্থিতিতেই হত্যা করার অনুমতি ছিল। এবার জিম্মিদের রক্ষা করাসহ অন্যান্য পরিস্থিতিতে হত্যার প্রয়োজন হলে তা বাস্তবায়নের বর্ধিত স্বাধীনতা পাবেন তারা। এই আইন পাশের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই বর্তমান সরকারি দলের। তবে বিরোধীরা নিরাপত্তা সংক্রান্ত এমন প্রস্তাবে আগেও তেমন কোনও বিরোধিতা করেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া আফগানিস্তান ও ইরাকে সেনা পাঠিয়েছে। তাছাড়া দেশটিতে জঙ্গি হামলার বর্ধিত আশঙ্কার মধ্যে রয়েছে। এই প্রস্তাব আইন হিসেবে পাস হয়ে গেলে অস্ট্রেলীয় এজেন্টরা হত্যার বিষয়ে পশ্চিমা দেশগুলোর এজেন্টদের সমান সুবিধা পাবেন। মরিস পেইন

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার সরকার যে প্রস্তাব উত্থাপন করেছে তাতে বলা হয়েছে, মিশন সফল করার জন্য এজেন্টরা যে কাউকে হত্যার স্বাধীনতা পাবেন। কারণ তারা বিদেশে প্রায় যুদ্ধপরিস্থিতির মধ্যে কাজ করে অস্ট্রেলিয়ার স্বার্থকে সমুন্নত রাখেন। এমন স্বাধীনতা মিশনে তাদেরকে আরও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। বর্তমানে অস্ট্রেলীয় এজেন্টরা আত্মরক্ষা, অপর এজেন্টের প্রাণ বাঁচানো এবং অস্ট্রেলীয় সরকারের জন্য কাজ করা ব্যক্তিদের রক্ষায় হত্যা করতে পারে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেছেন, ‘নতুন যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে তা পাস হয়ে গেলে এজেন্টরা আরও অধিক সংখ্যক মানুষকে রক্ষার ও মিশনের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ানো ব্যক্তিদের সরিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বলপ্রয়োগের স্বাধীনতা পাবেন।’ উদাহরণ হিসেবে তিনি জিম্মি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তার ভাষ্য, বিদেশে এমন পরিস্থিতিতে জিম্মি ব্যক্তিদের সুরক্ষায় ‘অস্ট্রেলিয়ান সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের’ (এএসআইএস) এজেন্টরা আরও বেশি তৎপরতা দেখাতে পারবেন। বিদেশে মিশন সম্পন্ন করতে অধিকতর স্বাধীনতার দরকার ছিল তাদের। কারণ এজেন্টরা বিদেশে দিন দিন আরও বেশি ঝুঁকির মুখে পড়ছেন।

কিন্তু আইনটি সংসদে পাস করানোর জন্য যে সংখ্যাগরিষ্ঠতা দরকার তা বর্তমান ক্ষমতাসীন দলের নেই। এদিকে, বিরোধী দলের মন্তব্য জানতে চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনও কিছু জানায়নি। কিন্তু রয়টার্স লিখেছে, আগে এরকম নিরাপত্তা সংক্রান্ত প্রাস্তাবে সমর্থনই দিয়েছিল বিরোধীরা।

এএসআইএসের এজেন্টরা বিদেশে কাকে কখন হত্যা করছেন তা নজরদারি করতে একটি সংসদীয় কমিটি থাকবে। কিন্তু সংস্থাটির সাবেক এজেন্ট ওয়ারেন রিড মন্তব্য করেছেন, ‘আমি প্রস্তাবটি সমর্থন করলেও যে পুরাতন প্রশ্নটিকে সামনে আনতে চাই তা হচ্ছে: যাদের পাহারা দেওয়ার কথা তাদের পাহারা দেবে কে?’

/এএমএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন