X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহের মধ্যে সংকট সমাধান হবে: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৩১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:২৩

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশটির রাজনৈতিক সংকটের সমাধান হবে। বুধবার তিনি এ আশ্বাস দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক সপ্তাহের মধ্যে সংকট সমাধান হবে: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দেশটির একটি আদালত সাময়িক বরখাস্তের পর এই ঘোষণা দিলেন সিরিসেনা।

এক বিবৃতিতে সিরিসেনা বলেন, চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে এক সপ্তাহের মধ্যে। সম্পূর্ণ সমাধান হবে। এই উদ্যোগ আমি নেব জনগণের জন্য, আপনাদের জন্য এবং আমাদের মাতৃভূমির জন্য। শান্তির জন্য আমি সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছি।

সিরিসেনা জানান, আসন্ন দিনগুলোতে নেওয়া সিদ্ধান্তের ফলে শ্রীলঙ্কার জনগণ উপকৃত হবেন। তবে চলমান এই সংকটের জন্য তিনি দায়ী নন বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন।

সিরিসেনা গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়ে। দেশটির সংসদে দুই দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়। তবু সিরিসেনা সেই ফলাফল মানতে অস্বীকার করেন ‘যথাযথ প্রক্রিয়া’ না মানার আপত্তি উল্লেখ করে। দেশটির স্পিকার মন্তব্য করেছেন, শ্রীলঙ্কায় কার্যত কোনও প্রধানমন্ত্রী নেই।

পার্লামেন্টে দুই দফা অনাস্থা ভোটে পরাজিত হওয়ার পরও রাজাপাকসে দায়িত্বে বহাল রয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার ১২২ জন আইনপ্রণেতা আদালতের দ্বারস্থ হন। গত শুক্রবার ওই অভিযোগের শুনানি শুরু হয়।

সোমবার দেওয়া আদেশে বিচারক পৃথিপাধমান সুরাসেনা প্রধানমন্ত্রী রাজাপাকসে ও তার মন্ত্রিসভার আরও ৩০ সদস্যের দায়িত্ব সাময়িক স্থগিত করেন। একই সঙ্গে আদালত আগামী ১২ ডিসেম্বর রাজাপাকসে ও তার মন্ত্রিসভার সদস্যদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী