X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তবুও সৌদি যুবরাজের পাশে থাকবেন, স্পষ্ট ঘোষণা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:৩১

সিআইএ’র মূল্যায়ন আর সিনেট সদস্যদের আবেদন সত্ত্বেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশে থাকার ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুবরাজ হত্যাকাণ্ডে জড়িত কিনা তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি ট্রাম্প। তবে  তাকে সৌদি নেতা আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, ঘনিষ্ঠ এই সহযোগী রাষ্ট্রের পাশে আছেন।  তবুও সৌদি যুবরাজের পাশে থাকবেন, স্পষ্ট ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা সৌদি নাগরিক জামাল খাশোগি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ছিলেন। গত ২ অক্টোবর ইস্তানবুল কনস্যুলেটে খুন হন তিনি। হত্যার নির্দেশ দাতা হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম সামনে আসলেও তার প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়ে আসছেন ট্রাম্প।

ওভাল অফিসে এক সাক্ষাৎকারে মঙ্গলবার যুবরাজকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি সৌদি আরবের নেতা। তারা আমাদের খুব ভালো বন্ধু’।  সৌদি আরবের পাশে দাঁড়ানোর অর্থ যুবরাজের পাশে দাঁড়ানো কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, এই মুহূর্তে এটা ঠিক তাই’। সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাজপরিবারের কয়েকজন মোহাম্মদ বিন সালমানের বাদশাহ হওয়া আটকাতে চাইছেন। তাদের বিশ্বাস যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।  এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি এরকম কিছু শুনিনি। সত্যিই, আমিই এই বিষয়ে মন্তব্য করতে পারছি না কারন আমি এর কিছুই শুনিনি। আসলে যদি কিছু হয় তাহলে বলবো আমি জানি ক্ষমতায় সংহত হয়েই আছেন তিনি’।

যুবরাজের সমালোচক খাশোগিকে হত্যার নিন্দা জানাতে গিয়ে ট্রাম্প বলেছিলেন এই ঘটনায় যুবরাজকে ‘বেনিফিট অব ডাউট (সন্দেহের সুবিধা)’ দিতে চান। যুবরাজের সঙ্গে ঘণিষ্ঠ সম্পর্ক রেখে চলা ট্রাম্প মঙ্গলবারও বলেছেন, ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন সৌদি যুবরাজ। মার্কিন গোয়েন্দা সিআইএ পরিচালক খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সেনেটে ব্রিফ করার পর নিজ দল রিপাবলিকান সিনেটরদের কঠোর সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। গত মাসে সিআইএ মূল্যায়ন দেয় মোহাম্মদ বিন সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন। তবে একে ‘খুবই অপরিপক্ক’ বলে মন্তব্য করেন ট্রাম্প। 

চলতি সপ্তাহে যুবরাজের নিন্দায় একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন সিনেট। এধরণের বিবৃতি কংগ্রেসে পাস হলে তাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন পড়ে। এছাড়া তিনি এধরণের পদক্ষেপের বিরুদ্ধে ভেটো ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। তবে ট্রাম্প বলেছেন, সিনেটরদের সঙ্গে বৈঠক করবেন তিনি।  ট্রাম্প আশা প্রকাশ করেন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব করবেন না সিনেটররা। তিনি বলেন, ‘ আর আমি সত্যিই আশা করি তারা আমাদের এমন পরামর্শ দেবেন না যে আমরা শত শত কোটি ডলার নেব না যেগুলো রাশিয়া বা চীনের কাছে চলে যাবে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আইনগত সমর্থন মেনে নেওয়ার কথা বলেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বি ইরানের সঙ্গে সেখানকার ছায়া যুদ্ধে মানবিক পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে।  ট্রাম্প বলেন, আমি ইয়েমেনের বিষয়ে আরও অনেক বেশি খোলামেলা কারণ নিঃসঙ্কোচে বলতে চাই ইয়েমেনে যা চলছে তা দেখতে আমার ঘৃণা হচ্ছে। আমি দেখতে চাই ইয়েমেন থেকে ইরান বেরিয়ে গেছে। আমি মনে করি তারা তা করবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
সরকারি না হয়েও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হয়েও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত