X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চান ব্রিটিশ এমপি

অদিতি খান্না, যুক্তরাজ্য
২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৪১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৪
image

বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য অ্যান মেইন বলেছেন, তারা একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতের জন্য যুক্তরাজ্যের করদাতাদের দেওয়া অর্থের সুষ্ঠু ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সহিংসতা রোধ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পক্ষে যুক্তরাজ্যের অবস্থান। অ্যান মেইন

মেইন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য এবং বাংলাদেশবিষয়ক ‘আল পার্টি পার্লামেন্টারি গ্রুপ’ (এপিপিজি) চেয়ারম্যান। ‘কনজারভেটিভ ফ্রেইন্ডস অব বাংলাদেশেরও’ একজন সদস্য তিনি। ব্রিটিশ সংসদ সদস্য অ্যান মেইন বাংলাদেশ সফরে এসেছেন বেশ কয়েকবার।

অ্যান মেইনের ভাষ্য, ‘ডিএফআইডির প্রকল্পের অংশ হিসেবে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১০ লাখ পাউন্ডেরও বেশি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কারের জন্য। আমাদেরকে নিশ্চিত করতে হবে, বাংলাদেশকে আমাদের দেশের করদাতাদের অর্থ থেকে অর্থ যেন সুষ্ঠুভাবে ব্যবহার হয়। ’

‘বাংলাদেশের রাজনীতির একজন নিবিড় পর্যবেক্ষক হিসেবে আমার লক্ষ্য কোনও দলকে জয়ী করে আনা বা না আনা নয়। আমার লক্ষ্য, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সহায়তা করা, যাতে দেশটি ভবিষ্যতে আরও বেশি প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জন করতে পারে।’

মেইন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে বলেছেন, আইনটি বাংলাদেশের সমাজকে বড় মাত্রায় পেছেনের দিকে ঠেলে দেবে। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি মুক্তি পাওয়া বাংলাদেশি ফটোগ্রাফার ও অধিকারকর্মী ড. শহিদুল আলমের প্রসঙ্গ তোলেন। শহিদুলকে গুজব ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ সরকার আটক করেছিল।

‘সরকারের বিরুদ্ধে কথা বলাকে যদি অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয় তাহলে তা ডিসেম্বরে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে তা একটি হুমকি হয়ে থাকবে। যুক্তরাজ্য এবং জাতিসংঘ যথার্থ কারণেই এই আইনটির বিষয়ে তাদের আশঙ্কা ব্যক্ত করেছে। আমরাও আশঙ্কা ব্যক্ত করাকেই ঠিক মনে করছি।’  

অ্যান মেইন অবশ্য গত কয়েক দশকে বাংলাদেশের হওয়া উন্নতির প্রশংসাও করেছেন। জীবনমানের ক্রমোন্নতিসহ অর্থনৈতিক, প্রাযুক্তিগত ও অবকাঠামোগত অবকাঠামোগত খাতে বাংলাদেশের লক্ষণীয় অর্জনের কথা উল্লেখ করেছেন তিনি। অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশ ও বাংলাদেশিদের অনেকটা উপরে নিয়ে এসেছে বলে মনে করেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এই সদস্য। যুক্তরাজ্য এই অগ্রযাত্রায় বাংলাদেশের সহযোগী হতে পেরে গর্বিত।

‘বাংলাদেশের অগ্রযাত্রার পরবর্তী ধাপটি হচ্ছে, একটি সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা, যাতে জনগণ  ক্ষমতায় যাওয়া ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিতের সুযোগ পায়। তারা যেন মনে করতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় তাদের সত্যিকার অংশগ্রহণ রয়েছে।’

/এএমএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ