X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে আরটি ও রাশিয়ায় বিবিসি কি নিষিদ্ধ হতে যাচ্ছে?

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০১:০০
image

রাশিয়ার সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বিবিসির সম্প্রচার দেশটিতে কোনও আইনি ব্যত্যয় ঘটাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তারা খোলাখুলি স্বীকারও করেছে, রাশিয়া টুডের (আরটি) বিরুদ্ধে যুক্তরাজ্যের সম্প্রচার কর্তৃপক্ষ অফকম তদন্তের প্রেক্ষিতেই তারা বিবিসির বিরুদ্ধে তাদের এই পদক্ষেপ।  শুধু বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি নয়, সেই সঙ্গে বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত বিষয়-আশয়ও তাদের তদন্তের আওতায় রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একদিকে অফকম যুক্তরাজ্যে রাশিয়া টুডের লাইসেন্স বাতিলের চিন্তা করছে, অন্যদিকে রাশিয়া বলে রেখেছে, যুক্তরাজ্য যা করবে তার ঠিক অনুরূপ সিদ্ধান্তই নেবে তারা। যুক্তরাজ্যে আরটি ও রাশিয়ায় বিবিসি কি নিষিদ্ধ হতে যাচ্ছে?

গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ সম্প্রচার কর্তৃপক্ষ অফকম এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার টেলিভিশন চ্যানেল আরটি সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে পক্ষপাত না করার আইন ভঙ্গ করেছে। বিশেষ করে পক্ষত্যাগী রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে আরটি পক্ষপাত স্পষ্ট। অফকম তাই চ্যানেলটির বিরুদ্ধে শাস্তি আরোপের কথা ভাবছে। ব্রিটিশ গণমাধ্যম বিষয়ক মন্ত্রী জেরেমি রিটও একই কথা বলেছেন। তার ভাষ্য, দিন দিন আরটি তার অবস্থান হারিয়েছে এবং তার মুখোশ খুলে পড়তে শুরু করেছে।

ক্রেমলিন ও পুতিন বহুবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আপত্তির বিষয় ছিল সিরিয়ায় রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে বিবিসির বিস্তারিত প্রতিবেদনগুলো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছিলেন, ‘বিবিসির উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের এমন বহু নমুনা আছে যা প্রশ্নবোধক। বিবিসি সংবাদ মাধ্যমের মতো করে সংবাদ পরিবেশন করে না বরং পূর্বপরিকল্পিত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে সংবাদ ছড়ায়। এটা তারা দীর্ঘদিন ধরে করে আসছে।’

যুক্তরাজ্যে আরটি ও রাশিয়ায় বিবিসি কি নিষিদ্ধ হতে যাচ্ছে? বিবিসির বিরুদ্ধে রাশিয়ায় শুরু হওয়া তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিবিসি যদি রাশিয়ার আইন ভঙ্গের মতো কাজ করে থাকে তাহলে দেশটিতে তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হতে পারে। অবশ্য বিবিসির দাবি, তারা সম্পূর্ণভাবে রাশিয়ার আইন মেনে চলেছে। সংবাদমাধ্যমটির একজন মুখপাত্র বলেছেন, ‘বিশ্বের অন্য সব স্থানের মতো রাশিয়াতেও স্থানীয় আইন  মেনে চলে এবং দর্শকদের কাছে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সংবাদ পরিবেশন করে বিবিসি।’
ব্রিটিশ নিষেধাজ্ঞার বিষয়ে আরটির প্রধান সম্পাদক মার্গারিটা সিমনিয়ান টুইটারে লিখেছেন, অফকম আরটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চ্যানেলটির লাইসেন্স বাতিলের মতো সিদ্ধান্ত ঘোষণার পরিকল্পনা করেছে। তার ভাষ্য, ‘আমি এখন  মনে করি তদন্তকারীরা  বিবিসির বিষয়ে তন্ন তন্ন করে ত্রুটি খুঁজবে। নতুন পৃথিবীতে স্বাগতম।’
মস্কোর কর্মকর্তারা আগে থেকেই বলে রেখেছেন, যুক্তরাজ্য যা করবে তারা ঠিক অনুরূপ ব্যবস্থাই নেবেন তারা। এখন দেখার পালা, যুক্তরাজ্য আরটির ও রাশিয়া বিবিসির সম্প্রচার বন্ধের মতো পাল্টাপাল্টি সিদ্ধান্ত নেয় কি না।

/এএমএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন