X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের রুশ প্রস্তাব প্রত্যাখ্যাত

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:০১
image

স্নায়ুযুদ্ধকালীন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সুরক্ষায় আনা রুশ প্রস্তাব জাতিসংঘে প্রত্যাখ্যাত হয়েছে। রাশিয়ার প্রস্তাবের বিরুদ্ধে ভোট পড়েছে ৪৬টি, আর বিরুদ্ধে ৪৩টি। ভোটদানে বিরত ছিল ৭৮টি দেশ। ‘প্রিজার্ভেশন অব অ্যান্ড কমপ্লায়েন্স উইথ দ্য ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ শীর্ষক প্রস্তাবটিতে রাশিয়া চুক্তি কার্যকর রাখার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেছিল। চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেওয়া যুক্তরাষ্ট্র রাশিয়ার চুক্তি রক্ষার প্রস্তাবের বিরুদ্ধেও ভোট দিয়েছে। জাতিসংঘে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের রুশ প্রস্তাব প্রত্যাখ্যাত

ভোটাভুটির আগে মার্কিন প্রতিনিধি রাশিয়ার সূচনা বক্তব্যের জবাবে বলেছেন, এই প্রস্তাব রাশিয়ার চালাকি। কারণ রাশিয়াই বারবার চুক্তির শর্ত ভঙ্গ করছে। তারা সত্যি চুক্তিটি মেনে চলছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য কয়েকবার রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার চেষ্টা করার কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, মস্কো প্রতিবারই বলেছে, তারা জানে না যুক্তরাষ্ট্র কোন ক্ষেপণাস্ত্রের কথা বলছে। যদি সত্যি চুক্তিত রক্ষা করতে চাইত তাহলে তারা গত পাঁচ বছরের মধ্যেই চুক্তি মেনে চলার যাচাইযোগ্য প্রমাণ হাজির করত। জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে বেরিয়ে যেতে রাশিয়ার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছে সেগুলো ভিত্তিহীন।

প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া চীন বলেছে, তারা চুক্তিটি রক্ষা করতে চায়। চীনের প্রতিনিধির ভাষ্য, কোনও পক্ষ একতরফা সিদ্ধান্তে চুক্তি থেকে চলে যাক, এটা তাদের প্রত্যাশা নয়। অন্যদিকে নিউ জিল্যান্ড ভোট দিয়েছে রাশিয়ার প্রস্তাবের বিপক্ষে। তাদের প্রতিনিধির ভাষ্য, চুক্তিটির গুরুত্ব তারা স্বীকার করে। কিন্তু রাশিয়ার প্রস্তাবনায় প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ যেসব বিষয় পাশ কাটিয়ে যাওয়া হয়েছে সেগুলোর নিশ্চয়তা বিধান ছাড়া চুক্তিটির ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে ১৯৮৬ সালে ‘ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস’ (আইএনএফ) নামের ওই চুক্তিটি সম্পন্ন হয়েছিল। চুক্তির আওতায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ৩১০- ৩,৪২০ মাইল পাল্লার পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র ও প্রচলিত ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়। রাশিয়া ও আমেরিকার মধ্যে সর্বশেষ ২০১১ সালে সই হয় নিউ স্টার্ট চুক্তি।

সেই চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশেই তাদের প্রস্তুত পরমাণু অস্ত্রের সংখ্যা ১ হাজার ৫৫০টিতে সীমিত রাখার বিষয়ে সম্মত হয়। একই সঙ্গে নিজেদের পরমাণু কর্মসূচির বিষয়ে অন্য পক্ষকে নিয়মিত তথ্য দেওয়ার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত হয়, যা দুই পক্ষের মধ্যে আস্থার ভিত তৈরি করেছিল। চুক্তিটি সর্বশেষ নবায়ন হয় ২০১৬ সালে। পাঁচ বছর পরপর এটি নবায়ন করার কথা। এ হিসাবে ২০২১ সালে বিদ্যমান চুক্তির মেয়াদ ফুরাচ্ছে।

/এএমএ/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!