X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চীনা নভোযানের পাঠানো চাঁদের উল্টো পাশের ছবি-ভিডিও প্রকাশ

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ২৩:১৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০১:১৭
image

চাঁদের উল্টো পাশে প্রথমবারের মতো পাঠানো নভোযান চ্যাং ই ফোর প্যানারোমিক ছবি পাঠিয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) চীনের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ (সিএনএসএ) এসব ছবির পাশাপাশি অবতরণকালের একটি ভিডিও প্রকাশ করেছে। নভোযানটির পাঠানো প্যানারোমিক ছবি চীনের উল্টো পাশের প্রথম এমন চিত্র। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, ভিডিও ও ছবিগুলো থেকে সেখানকার ভূমিরূপের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট এলাকাটিতে পাথরের পরিমাণ কম। ধুলার পরিমাণ বেশি। আছে বড় বড় গর্ত।   চীনা নভোযানের পাঠানো চাঁদের উল্টো পাশের ছবি-ভিডিও প্রকাশ

চাঁদে মানুষের প্রথম পা পড়া থেকে শুরু করে এখন পর্যন্ত পাঠানো মহাকাশযানগুলো পৃথিবীর দিকে থাকা চাঁদের পৃষ্ঠেই অবতরণ করেছে। গত গত ০৩ জানুয়ারি বেইজিংয়ের সময় সকাল ১০টা ২৬ মিনিটে পৃথিবীর একমাত্র উপগ্রহটির উল্টো দিকের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয় চীনের মহাকাশযান চ্যাং ই ফোর। মহাকাশযানটিতে চাঁদের ওই অঞ্চলের ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহের সরঞ্জাম ছাড়াও রয়েছে জীববৈজ্ঞানিক পরীক্ষার যন্ত্রপাতি। চাঁদের উল্টো পাশে চ্যাং ই ফোরের এই অবতরণকে ‘মহাকাশ অভিযানের বড় একটি মাইলফলক’ আখ্যা দিয়েছে চীন।

শুক্রবার চীন ঘোষণা করেছে, চ্যাং ই ফোরের রোভার ইউটু টুয়ের (জেড র‍্যাবিট টু) তোলা চাঁদের প্যানারমিক ছবিগুলো প্রকাশ করেছে। ছবিগুলো পৃথিবীতে পাঠানো হয়েছে বিশেষ রিলে স্যাটেলাইট ব্যবহার করে। পাঠানো ছবিতে দেখা গেছে চাঁদের উল্টো পাশের ভূমিতে অনেক খানাখন্দ। সংশ্লিষ্টরা মনে করেন, ইউটু টু রোভারের জন্য ভবিষ্যতে সেখানে আরও অনুসন্ধান চালানোর ক্ষেত্রে এমন ভূপ্রকৃতি সমস্যার কারণ হতে পারে। প্রকাশিত প্যানারমিক ছবিগুলোর মধ্যে একটি চাঁদের উল্টো পাশের ৩৬০ ডিগ্রি কোণে তোলা চিত্র। ছবিটি মোট ৮০টি ছবি যুক্ত করে পাওয়া গেছে। ‘ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজঅব চায়নার’ সহ-পরিচালক এবং চ্যাং ই ফোরের অবতরণের পর ভূমিতে চালানো কর্মকাণ্ড নিয়ন্ত্রণের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লি চুনলাই জানিয়েছেন, ইউটু টু রোভার এমন গর্তের কাছে গেছে যার ব্যাস প্রায় ২০ মিটার এবং গভীরতা গভীরতা প্রায় ৪ মিটার।।

চাঁদের সম্মুখভাগের যে অংশে এতদিন ধরে বিভিন্ন দেশ নভোযান পাঠিয়েছে, সেখানে চীন পাঠিয়েছিল চ্যাং ই থ্রি নভোযান। সাইনাস ইরিডিয়াম বা বে অব রেইনবো নামে পরিচিত স্থানটিতে চ্যাং ই থ্রির সঙ্গে চাঁদের উল্টো পাশের ভন কারম্যান ক্র্যাটারের কাছে অবতরণ করা চ্যাং ই ফোরের তুলনা দিয়ে লি বলেছেন, চ্যাং ই থ্রির অবতরণের সঙ্গে তুলনামূলকভাবে বেশি পাথর ছিল।

প্যানারোমিক ছবির পাশাপাশি চ্যাং ই ফোরের অবতরণকালের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। চার হাজার ৭০০ ফ্রেমের ভিডিওটির দৈর্ঘ্য ১২ মিনিট। সেখানে দেখা গেছে, অবতরণের সময় অনেক বেশি ধুলা উড়েছিল। লি মন্তব্য করেছেন, চ্যাং ই থ্রির অবতরণের সময় এতো ধুলা ওড়েনি। চ্যাং ই ফোরের অবতরণের স্থানটি বেশি পুরাতন হওয়ায় মহাকাশের বৈচিত্রপূর্ণ পরিবেশে এর ভূমিরূপ অনেক বেশি সময় ধরে প্রভাবিত হয়েছে। সে কারণেই সেখানে ধুলার পরিমাণ বেশি এবং পাথরের পরিমাণ কম। চীনা নভোযানের পাঠানো চাঁদের উল্টো পাশের ছবি-ভিডিও প্রকাশ

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!