X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রুডোর দেশে পৌঁছে ‘সাহসী নতুন কানাডিয়ান’ হলেন সৌদি তরুণী রাহাফ

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১৭:৫৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:৪২

পরিবারের লোকজনের কাছ থেকে প্রাণে বাঁচতে ঘরপালানো ১৮ বছরের সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুনুন থাইল্যান্ড থেকে কানাডা পৌঁছেছেন। কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে আশ্রয় দেওয়ার ঘোষণার পর শুক্রবার রাতেই বিমানযোগে ব্যাংকক থেকে কানাডার উদ্দেশে যাত্রা করেন তিনি। শনিবার টরন্টোর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড। এ সময় তিনি রাহাফকে একজন ‘সাহসী নতুন কানাডিয়ান’ হিসেবে আখ্যায়িত করেন।

ট্রুডোর দেশে পৌঁছে ‘সাহসী নতুন কানাডিয়ান’ হলেন সৌদি তরুণী রাহাফ

পরিবারের সঙ্গে কুয়েতে বেড়াতে গিয়ে সেখান থেকে পালিয়েছিলেন রাহাফ। থাইল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া প্রবেশের চেষ্টা করতে গিয়ে ব্যাংককের অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক হন তিনি। অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থী রাহাফকে আটক করে হোটেলের একটি রুমে বন্দি রাখা হয়। জোর করে তাকে কুয়েতগামী বিমানে তুলে দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু তিনি নিজেকে হোটেল রুম থেকে বের করে নিতে দেননি। পরিবারের কাছে ফেরত যেতে চাননি। তাকে সৌদি আরব নিতে থাইল্যান্ড পৌঁছানো বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টের মাধ্যমে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন তিনি। থাই সরকার বাধ্য হয় তার সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধিদের সাক্ষাতের সুযোগ দিতে।

থাইল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষের কাছে আটক থাকার সময় রাহাফ টুইটারে জানিয়েছিলেন, তার কাছে অস্ট্রেলিয়ার ভিসা আছে। কিন্তু বিমানবন্দরে সৌদি আরবের এক কূটনীতিক দেখা করে তার পাসপোর্ট জব্দ করেছেন। টুইটারে নিজের ছবি ও পাসপোর্টের ফটোকপি প্রকাশ করে লিখেন, 'যেহেতু এখন আমার হারানোর কিছু নেই, তাই আমি আমার আসল নাম এবং সব তথ্য প্রকাশ করছি। আমার নাম রাহাফ মোহাম্মদ মুতলাক আল-কুনুন এবং এটা আমার ছবি।' পরে তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ইসলাম ধর্ম ত্যাগ করেছেন তিনি।  সৌদি আরবে জোর করে ফেরত পাঠালে তার পরিবার তাকে হত্যা করতে পারে।

নানা নাটকীয়তার একপর্যায়ে তাকে নিজ দেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের কথা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর প্রেক্ষিতেই শুক্রবার রাতে কানাডাগামী বিমানে উড়াল দেন তিনি।

ট্রুডোর দেশে পৌঁছে ‘সাহসী নতুন কানাডিয়ান’ হলেন সৌদি তরুণী রাহাফ

স্থানীয় সময় শনিবার সকালে টরেন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন কুনুন। এ সময় তার পরনে থাকা হুডিতে লাল হরফে কানাডা লেখা ছিল। মাথায় থাকা নীল রঙের ক্যাপে ছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর লোগো। ইতোমধ্যেই তাকে শরণার্থীর স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।

বিমানবন্দরে কুনুনকে স্বাগত জানানোর পর পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড সাংবাদিকদের বলেন, “কুনুন ‘একজন খুবই সাহসী নতুন কানাডিয়ান’। ”

ফ্রিল্যান্ড আরও বলেন, রাহাফ নতুন বাড়িতে পৌঁছে কানাডিয়ানদের দেখতে চেয়েছিলেন। কিন্তু তাকে দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমণ করতে হয়েছে। ফলে আজ তাকে কোনও প্রশ্ন না করাই শ্রেয়। সে এখন তার নতুন বাড়ি যাচ্ছে।

হেঁটে ইন্টারন্যাশনাল অ্যারাইভালস এরিয়া পার হওয়ার সময় কুনুনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। তবে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। পরে তাকে বিমানবন্দরের টার্মিনাল থেকে নিয়ে যাওয়া হয়।

এর আগে টরন্টোর উদ্দেশে যাত্রা শুরুর আগে শেষ টুইটে কুনুন লিখেন, আমি পেরেছি। একই সঙ্গে তিনি একটি বিমানের ভেতরের ছবি পোস্ট করেন।

ট্রুডোর দেশে পৌঁছে ‘সাহসী নতুন কানাডিয়ান’ হলেন সৌদি তরুণী রাহাফ

কানাডায় কুনুনকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এমন একটি সময়ে আসে যখন সৌদি আরবের সঙ্গে দেশটির কূটনৈতিক টানাপড়েন চলছে। গত বছর কানাডার পক্ষ থেকে সৌদি আরবে কারান্তরীণ অ্যাক্টিভিস্টদের মুক্তি দাবি করলে ক্ষুব্ধ হয় রিয়াদ। প্রতিশোধ হিসেবে কানাডার সঙ্গে নতুন করে যেকোনও ধরনের বাণিজ্য বন্ধ করে দেয় সৌদি আরব।

প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য অস্ট্রেলিয়া যেতে চেয়েছিলেন কুনুন। তবে দেশটিতে আশ্রয়ের আবেদন মঞ্জুরের প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। ফলে কানাডা আশ্রয়ের ঘোষণা দিলে অস্ট্রেলিয়ার পরিবর্তে কানাডাকেই বেছে নেন তিনি। টরন্টোর উদ্দেশে যাত্রার আগে রয়টার্সকে কুনুন বলেন, অস্ট্রেলিয়ায় আশ্রয়ের আবেদন মঞ্জুরের প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। ফলে আমি কানাডাকেই বেছে নিয়েছি।

শুক্রবার প্রথমে কোরিয়া এয়ারের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে সিউল যান কুনুন। পরে সেখান থেকে আরেকটি ফ্লাইটে তিনি টরেন্টো পৌঁছান।

কুনুনের ঘটনায় সৌদি আরবের কঠোর সামাজিক বিধিনিষেধের ব্যাপার আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে। দেশটিতে ভ্রমণের জন্য নারীদের পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়। বরাবরই এর সমালোচনা করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। সূত্র: রয়টার্স।

 

/এমপি/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!