X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের পরিকল্পনা ঘোষণা রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৪

যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরের সঙ্গে স্বাক্ষরিত ক্ষেপণাস্ত্র চুক্তি স্থগিতের পর নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উদ্ভাবনের পরিকল্পনার কথা জানিয়েছে মস্কো। মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, দুই বছরের মধ্যে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শোইগু দাবি করেন, যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করে ৫০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র উদ্ভাবনে সক্রিয় রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনও প্রতিক্রিয়া দেখায়নি। তবে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানায় এখনই আইএনএফ চুক্তিতে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বা মোতায়েনের কোনও পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু

স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৮৭ সালে ইউরোপের দেশগুলোর রাজধানীতে পৌঁছাতে সক্ষম পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি নিষিদ্ধ করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। ১৯৯১ সালে সোভিয়েতের পতনের পরও বহাল রাখা হয় মধ্যপাল্লার পারমাণবিক শক্তি (আইএনএফ) নামের চুক্তিটি। রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে গত সপ্তাহে চুক্তি স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে রাশিয়াও চুক্তিটি স্থগিত করে দেয়। পাল্টাপাল্টি এই পদক্ষেপ অস্ত্র প্রতিযোগিতা শুরু করে দিতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।

আইএনএফ চুক্তিতে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র উদ্ভাবন নিষিদ্ধ রাখা হয়। তবে আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের বৈধতার সুযোগ নিয়ে এরইমধ্যে তা তৈরি করে ফেলেছে মস্কো। এসব প্রযুক্তি এবার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নির্মাণে ব্যবহার করা হতে পারে।

মঙ্গলবার শোইগু অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আইএনএফ চুক্তি লঙ্ঘন করেছে। তিনি দাবি করেন চুক্তিতে নিষিদ্ধ সীমা ৫০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র উদ্ভাবনে সক্রিয় রয়েছে ওয়াশিংটন।  শোইগু বলেন, ‘এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে আইএনএফ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করলেও দুটি দেশই চীনের ক্রমবর্ধমান মধ্যপাল্লার অস্ত্র সক্ষমতা নিয়ে শঙ্কিত। চীন কখনোই কোনও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় নিজের সক্ষমতা নির্দিষ্ট রাখতে বাধ্য থাকেনি।

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত