X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পারলেন না রাজকন্যা উবলরত্ন

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩
image

থাইল্যান্ডের রাজার বোনকে প্রধানমন্ত্রী নির্বাচনের বৈধ প্রার্থীর তালিকায় রাখেনি দেশটির নির্বাচন কমিশন। এতে চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে গেল, রাজকন্যা উবলরত্ন শেষ পর্যন্ত পারছেন না রাজনীতিতে পা রাখতে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, থাইল্যান্ডের নির্বাচন কমিশন সোমবার (১১ ফেব্রুয়ারি) বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের সময় রাজার বক্তব্যেরই প্রতিধ্বনি করেছে। তাদের ভাষ্য, রাজপরিবারের সদস্যদের ‘রাজনীতির ঊর্ধ্বে’ থাকতে হবে। পারলেন না রাজকন্যা উবলরত্ন
প্রিন্সেস উবলরত্ন রাজকন্যা সিরিবাধনা ভারনাভাদি (৬৭) থাইল্যান্ডের বর্তমান রাজা মহা ভাজিরালংকর্নের বোন ও সাবেক রাজা ভূমিবলের বড় মেয়ে। ১৯৭২ সালে এক বিদেশিকে বিয়ের সূত্রে রাজমর্যাদা হারান তিনি। তবে এখনও তাকে রাজপরিবারের সদস্য হিসেবেই বিবেচনা করা হয়। দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল থাই রাকসা চার্ট পার্টির পক্ষ থেকে উবোলরত্না প্রধানমন্ত্রী প্রার্থী হতে চেয়েছিলেন। দলটিও তাকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু বাধ সাধেন উবলরত্নের ভাই বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ন। তিনি বোনের এই রাজনৈতিক বাসনাকে ‘অযথার্থ’ আখ্যা দেন।
পরবর্তীতে প্রিন্সেস উবলরত্ন (৬৭) নিজের রাজমর্যাদা না থাকার কথা উল্লেখ করেন। কিন্তু রাজপ্রাসাদের পক্ষ থেকে তারপরও আপত্তি প্রত্যাহার করা হয়নি। এমন কি সংশ্লিষ্ট রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করার বিষয়েও আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সোমবার থাইল্যান্ডের নির্বাচন কমিশন নিশ্চিত করে, উবলরত্ন প্রধানমন্ত্রী প্রার্থী হতে পারছেন না।
নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের পর এক বিবৃতিতে বলেছে, ‘যেহেতু রাজপরিবারের সব সদস্যের ক্ষেত্রেই রাজনৈতিক নিরপেক্ষতার শর্ত প্রযোজ্য’ সেহেতু উবলরত্নের প্রার্থিতা বৈধ নয়। তবে সোমবার থাই রাকসা চার্ট পার্টিকে অবৈধ ঘোষণার আবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি দেশটির নির্বাচন কমিশন।
গার্ডিয়ান লিখেছে, থাইল্যান্ডে ১৯৩২ সাল থেকে সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে। রাজপরিবারের হাতে সরকার চালানোর ক্ষমতা না থাকলেও দেশটির বিপুল সংখ্যক মানুষ এখনও রাজপরিবারের প্রতি সমীহ পোষণ করে। ফলে জনগণের ওপর তাদের এখনও অনেক প্রভাব।

/এএমএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত