X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ায় পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে: ইরান

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৭

প্রতিবেশী পাকিস্তান সেনাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের বিশেষায়িত বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডের প্রধান মেজার জেনারেল মোহাম্মদ আলি জাফারি। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন,  এজন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ায় পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে: ইরান

সীমান্তে আত্মঘাতী বোমা হামলায় ইরানের রেভ্যুলিউশনারি গার্ডের ২৭ সদস্য নিহতের ঘটনায় এতে জড়িতদের পাকিস্তান আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ তেহরানের। মেজর জেনারেল আলি জাফারি নিহতদের দাফনের সময় দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

মেজর জেনারেল বলেন, কেন পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো বিপ্লববিরোধী গোষ্ঠীদের আশ্রয় দিচ্ছে? কোনও সন্দেহ নেই এজন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে।

ইরানি সেনাদের ওপর হামলাকারীদের সৌদি আরব ও আমিরাত সহযোগিতা করছে দাবি করে জাফারি বলেছেন, এই দুই দেশকেও প্রতিশোধমূলক অভিযানের মুখোমুখি হতে হবে। সৌদি ও আমিরাতের কুচক্রী সরকারের জানা উচিত ইরানের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। ইসলামবিরোধী অপরাধীদের গোপনে সহযোগিতাকে মেনে নেবে না। আমাদের শহীদের রক্তের বদলা নেওয়া হবে। এই বিষয়ে আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করব।

টেলিভিশনে প্রচারিত ভাষণে মেজর জেনারেল আরও বলেন, শুধু গত বছরেই ছয় থেকে সাতটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। কিন্তু এরপরও তারা বুধবার হামলা চালাতে সক্ষম হয়েছে।

বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিসতান-বেলুচিস্তান প্রদেশের মাঝামাঝি স্থানে এ হামলা চালানো হয়। আত্মঘাতী গাড়িবোমা হামলায় দেশটির বিশেষায়িত রেভুল্যুশনারি গার্ডের অন্তত ২৭ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। বুধবারের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাস লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। জইশে জুলম নামের একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। এর আগেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছিল তারা। ইরানের সিরিয়া নীতির ঘোর বিরোধী জইশে জুলম।

/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী