X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানিদের ভারতীয় শহর ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮

কাশ্মিরের পুলাওয়ামায় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত সফররত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার জন্য সময়সীমা বেধে দিয়েছে রাজস্থান কর্তৃপক্ষ। রাজস্থান সরকারের এই আল্টিমেটামে বহু পাকিস্তানি নাগরিক জটিলতার মুখে পড়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পাকিস্তানিদের ভারতীয় শহর ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। ভারত বলছে, এ ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। তারা দাবি করছে, পাকিস্তান সেনাবাহিনীর গর্ভেই হামলাকারী গোষ্ঠী জইশ-ই মোহাম্মদের জন্ম।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাজস্থানের এক জেলা জজ ওই জেলায় সব পাকিস্তানি নাগরিকদের হোটেলে ওঠা থেকে নিষিদ্ধ করেছেন। এছাড়া তাদের কোনরকম কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও ভারতীয়দের বিরত থাকার কথা বলা হয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সফররত কয়েকটি পাকিস্তানি ও কাশ্মিরি পরিবারের সদস্যরা হয়রানি এবং হামলার মুখে পড়ার পর রাজস্থানের একজন স্থানীয় ম্যাজিস্ট্রেট এ সময়সীমা বেধে দিয়েছেন।

আগামী দুই মাসের জন্য ওই রায় বহাল থাকবে। রায়ে বলা হয়, পাকিস্তান থেকে কোনও যোগাযোগ যেন তাদের সাথে করা না হয়, পাকিস্তানে নিবন্ধিত কোনও সিমকার্ড যেন ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করতে হবে। 

রাজস্থানের ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত বহাল থাকলে পাকিস্তানের বহু সংখ্যক লোকের জন্য তা সমস্যার কারণ হয়ে যাবে। কারণ মার্চ মাসে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ)’র মাজারে উরস অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে পাকিস্তান থেকে হাজার হাজার মুসলমান অংশ নিতে আসেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, ভারতের কেন্দ্রীয় সরকারও উরসে অংশ নিতে আগ্রহী পাকিস্তানি নাগরিকদের ভিসা ইস্যু করছে না। আগামী ৭ ও ৮ মার্চ ওই উরস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

 

/এমএইচ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ