X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানেও একুশের উত্তাপ

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৫
image

যে রাষ্ট্রের বিরুদ্ধে ভাষার লড়াই করতে গিয়ে আত্মাহুতি দিয়েছিল বাংলাদেশের শিক্ষার্থীরা, সেই পাকিস্তানেও পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারির দিনটি। মাতৃভাষার দাবিকে লড়াইয়ের উপজীব্য করেই বাংলাদেশের মানুষ (তখনকার পূর্ব পাকিস্তান) পাকিস্তানের শাসকশ্রেণীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ জারি করেছিল। সেই ধারাবাহিকতায় ৭১’র ঐতিহাসিক মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। তবে বাংলাদেশ পাকিস্তানের কবল থেকে মুক্ত হলেও, সেখানে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াই শেষ হয়ে যায়নি। উর্দু প্রাধান্যের ওই রাষ্ট্রে এখনও মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় চলছে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর লড়াই। বাংলাদেশের ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক মর্যাদা পাবার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মতোই পাকিস্তানেও দিনটি উদযাপিত হয় স্থানীয় সরকারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সেই ধারাবাহিকতায় এবারও সেখানে একুশের উত্তাপ লাগতে দেখা গেছে।

পাকিস্তানেও একুশের উত্তাপ
পাকিস্তানের অন্যান্য এলাকার চেয়ে খাইবার পাখতুনখোয়া এলাকায় ভাষাগত বৈচিত্র্য বেশি। ডন পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) পাখতুনখোয়ায় আলাদা আলাদা সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু আয়োজন করা হয়েছে। এদিকে চারটি আদিবাসী ভাষাকে জাতীয় মর্যাদা দিতে খুব শিগগিরই সেদেশের পার্লামেন্টে প্রস্তাব আনা হচ্ছে। সিনেটর সাসুই পালিজো বুধবার (২০ ফেব্রুয়ারি) ডনকে জানিয়েছেন, সিন্ধি, পাঞ্জাবি, বালুচি ও পশতু ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দিতে জোরেসোরে প্রক্রিয়া চালানো হচ্ছে। আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারি মাকলিতে আয়োজিত এক সেমিনারে তিনি জানিয়েছেন, এরইমধ্যে সিনেটের সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে খসড়া প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।

পাকিস্তান টুডের খবরে বলা হয়েছে, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য এবং বহুভাষার তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে সে দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরদার উসমান খান বাজদার বলেছেন,  মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার বিধান থাকলে তা ভাষা শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে’। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উঠে এসেছে বেলুচিন্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রসঙ্গ। বেলুচিস্তানের গভর্নর আমানুল্লাহ ইয়াসিনজাই বুধবার (২০ ফেব্রুয়ারি) বলেছেন, মাতৃভাষায় শিক্ষা অর্জনের অধিকার সবারই আছে। তিনি মনে করেন, স্থানীয় কথ্য ভাষায় শিক্ষা দেওয়া হলে তা শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে সহায়তা করে।

বিশেষজ্ঞ তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন, পাকিস্তানে প্রায় ৭০টি ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় অংশের মানুষ প্রায় ৩০টি ভাষায় কথা বলে। ২০১৫ সালে সোয়াতে বাদেশি নামের একটি ভাষা হারিয়ে গেলেও ২০১৮ সালে মানসেহরা এলাকার মানকিয়ালি নামের আরেকটি ভাষার সন্ধান পাওয়া যায়। ৪৫৫ থেকে ৫০০ মানুষ এ ভাষায় কথা বলে। ২০০৩ সালে সে দেশে প্রতিষ্ঠিত হয় দ্য ফোরাম ফর ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ (এফএলআই) নামের সংস্থা। কয়েকটি স্থানীয় ভাষার পুনর্জাগরণে ইতিবাচক ভূমিকা রাখতে সমর্থ হয়েছে ওই সংস্থা। ভাষালিপি সমৃদ্ধকরণ, মৌখিক সাহিত্য একত্রীকরণ ও স্কুল শিক্ষার্থীদের জন্য বই প্রকাশ করার মধ্য দিয়ে এ ভাষাগুলো জাগিয়ে তোলা হয়েছে।  

সম্প্রতি এফএলআই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংগঠনটি দক্ষিণ ওয়াজিরিস্তানের কানিগুরাম এলাকায় ব্যবহৃত ওরমুরি ভাষার বানান পদ্ধতি সমৃদ্ধ করেছে তারা। বুরকি আদিবাসীদের প্রাচীন ভাষা এটি। এ এলাকায় বর্তমান সংঘাতের কারণে গোটা জনগোষ্ঠী দেশের ভিন্ন ভিন্ন এলাকায় স্থানান্তরিত হয়। ওরমুরি ভাষাভাষীদের মোট সংখ্যা প্রায় ৬০ হাজার। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ‘২০১৮ সালের এপ্রিলে বিশামের বাটেরা গ্রাম সফর করে এফএলআই’র উপদেষ্টা দল। বাটেরি ভাষার সম্পর্কে জানতে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তারা। এ এলাকায় প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং তাদের বেশিরভাগই বাটেরি ভাষায় কথা বলে। তবে তারা তাদের ভাষায় পড়তে ও লিখতে পারে না। এ ভাষাকে পুনরুজ্জীবিত করতে প্রচেষ্টা চালানো হচ্ছে।’ 



/এফইউ/বিএ/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার