X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয়বারের মতো মুখোমুখি ট্রাম্প ও কিম, বৃহস্পতিবার মূল আলোচনা

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৪
image

দ্বিতীয়বারের মতো মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) থেকে ভিয়েতনামের হ্যানয়ে এ দুই নেতার মধ্যে পূর্ব নির্ধারিত দুইদিনের সম্মেলন শুরু হয়েছে। এদিন অল্প সময়ের জন্য আলোচনা করেছেন কিম ও ট্রাম্প। তবে বৃহস্পতিবার তাদের মধ্যে মূল বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একটি রূপরেখা তৈরির ব্যাপারে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প ও কিম গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। তবে নিরস্ত্রীকরণের রূপরেখা সুনির্দিষ্ট না হওয়ায় দু’দেশের মধ্যে দর কষাকষি চলছে। এ বছরের শুরু থেকে ট্রাম্প বেশ কয়েকবার কিমের সঙ্গে নতুন বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। উত্তর কোরীয় নেতার সঙ্গে কয়েকটি চিঠিও আদান-প্রদান হয়েছে তার। এক পর্যায়ে আলোচনার তারিখ ও ভেন্যু নির্ধারিত হয়। জানানো হয়, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামে ট্রাম্প ও কিমের দ্বিতীয় বৈঠক হবে।

বুধবার আলোচনায় বসার আগে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ট্রাম্প ও কিম একে অপরের সঙ্গে করমর্দন করেন। আলোচনা শেষে পাঁচ তারকা হোটেল মেট্রোপোলে নৈশভোজ সারেন তারা। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার সাংবাদিকদের ছোটখাটো কিছু প্রশ্নের জবাব দেওয়া এবং দুই নেতার একান্ত বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ ছিল আলোচনা। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দুই নেতার মধ্যে বড় ধরনের বৈঠক হবে। এ বৈঠকে সমঝোতা চুক্তি স্বাক্ষর কিংবা উল্লেখযোগ্য সংবাদ সম্মেলন হতে পারে। বিবিসি বলছে, দুই নেতা একসঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন, তবে তাদের সুনির্দিষ্ট আলোচ্যসূচির ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।  

বুধবার কিমের সঙ্গে বৈঠক করার আগে ভিয়েতনামের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অন্য রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন নেতা। 

/এফইউ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ