X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আইএসের শামীমার পুত্রসন্তান ‘মারা গেছে’

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৯, ২১:১০আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:৫০

আইএসে যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ স্কুলশিক্ষার্থী শামীমা বেগমের নবজাতক পুত্রসন্তান জেরাহ মারা গেছে বলে দাবি করেছেন তার আইনজীবী। তবে তিনি শামীমার পুত্রসন্তানের মৃত্যুর খবর একেবারে নিশ্চিত নয় বলে দাবি করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্বতন্ত্রভাবে আইনজীবীদের এই দাবি যাচাই করে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

আইএসের শামীমার পুত্রসন্তান ‘মারা গেছে’

আইএস’র জিহাদি উন্মাদনায় উদ্বুদ্ধ হয়ে যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় গিয়েছিল শামীমা। জঙ্গি বিয়ে করে জিহাদি সন্তান জন্ম দেওয়ার জন্য যে প্রচারণা চালিয়েছিল আইএস, শামীমা তারই বলি হয়েছিল। নেদারল্যান্ডস থেকে সিরিয়ায় যাওয়া এক জঙ্গিকে বিয়ে করেছিল শামীমা। দুইবার গর্ভপাতের শিকার হওয়ার পর সিরিয়ার শরণার্থী শিবিরে এক পুত্রসন্তানের জন্ম দেয় তিনি। জিহাদিদের বিয়ে করে সন্তানদের যুদ্ধে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের।


২০১৫ সালে আইএসে যোগ দিতে বাসা থেকে পালিয়ে সিরিয়া চলে যান শামীমা। সে সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। সিরিয়া গিয়ে তিনি আইএস জঙ্গি ইয়াগো রিডিজককে বিয়ে করেন। আইএসের তথাকথিত খিলাফত ভেঙে পড়লে শামীমা তার সন্তানসহ সিরিয়ার আল হোল শরণার্থী শিবিরে আশ্রয় নেন। কিন্তু শিবিরে বসবাসরত অপরাপর জঙ্গি ও তাদের স্ত্রীদের হুমকিতে তার নিরাপত্তা ব্যবস্থা নাজুক হয়ে ওঠে। তার আইএসে যোগ দেওয়ার বর্ণনা প্রকাশ এবং যুক্তরাজ্যে ফিরতে চাওয়ার আকুতি শিবিরে বসবাসরত অন্যদের ক্ষুব্ধ করে তুলেছে। তারা শামীমাকে হত্যার হুমকি দিয়েছে। এর প্রেক্ষিতে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
১৯ ফেব্রুয়ারি শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত কার্যকর করে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সামনে বলেছেন, শামীমাকে না হলেও তার সন্তান জেরাহকে যুক্তরাজ্যে আনা যেতে পারে। শামীমার নাগরিকত্ব বাতিল হলেও আইন অনুযায়ী তার সন্তান জেরাহ যুক্তরাজ্যের নাগরিক। শামীমাকে যুক্তরাজ্যের দূতাবাস আছে এমন স্থানে পৌঁছানো গেলে শামীমার অনুমতি সাপেক্ষে তার সন্তানকে যুক্তরাজ্যে ফিরতে দেওয়ার বিষয়টি ভেবে দেখা যেতে পারে।
শুক্রবার শামীমার আইনজীবী মোহাম্মদ আকুঞ্জি জানান, আমাদের কাছে দৃঢ় কিন্তু অনিশ্চিত খবর আছে যে শামীমা বেগমের ছেলে মারা গেছে। সে ছিল একজন ব্রিটিশ নাগরিক।
১৭ ফেব্রুয়ারি শামীমার ছেলের জন্মের কথা জানানো হয়। পরে পুত্রসন্তানের নাম রাখা হয় জেরাহ। তিনি জানিয়েছেন, সিরিয়ায় শরণার্থী শিবিরে তাকে সংবাদমাধ্যম টাইমস শনাক্ত করার আগেই তার দুই নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে।
জেরাহের জন্মের সময় আকুঞ্জি ঘোষণা করেন, শামীমা বেগমের পরিবারকে জানানো হয়েছে যে তিনি একটি সন্তানের জন্ম দিয়েছেন। তারা সুস্থ অবস্থায় আছে বলে আমাদের ধারণা।
বৃহস্পতিবার শামীমার বাবা আহমেদ আলী মেয়েকে সিরিয়া যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য যুক্তরাজ্য কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তিনি জানান, কিশোরী শামীমার বিদেশ গমনের পাসপোর্ট ছিল না। ব্রিটিশ অভিবাসন ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। আমি সব সময় বলি, কীভাবে শামীমা অন্যের পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগ করলো। তার এমনকি নিজের পাসপোর্ট নেই। এই ঘটনা তদন্ত হওয়া উচিত।
শাস্তি ভোগের জন্য তার মেয়েকে যুক্তরাজ্য ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি ফের আহ্বান জানিয়েছেন আহমেদ আলী।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা