X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে নামাজের সময় মসজিদ পাহারা দিলেন খ্রিস্টান লেখক

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ২১:৩২আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৬
image

নিউ জিল্যান্ডের মসজিদে হামলার পর একজন ব্রিটিশ খ্রিস্টান লেখক মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে ‘বিশ্বাসের সেতু’ গড়তে এগিয়ে এসেছেন। শুক্রবারের ওই নৃশংস রক্তাক্ত হামলার পর অ্যান্ড্রু গ্রেস্টোন নামের ম্যানচেস্টারের ওই বাসিন্দা কার্ডবোর্ডে এক বার্তা লিখে তা নিয়ে স্থানীয় এক মসজিদের সামনে দাঁড়িয়ে যান। বার্তায় তিনি জানান, নামাজের সময় পাহারাদারিতে নিয়োজিত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে তার এ সংক্রান্ত পোস্ট ভাইরাল হয়েছে। গ্রেস্টোন এমন এক সময় এমন উদ্যোগ নিলেন, যুক্তরাজ্যে যখন ইসলামোফোবিয়া ভয়াবহ রূপ নিয়েছে। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মুসলিমদের সঙ্গে সহাবস্থানের সেতুবন্ধনে উদ্যোগী হয়েছেন তিনি। যুক্তরাজ্যে নামাজের সময় মসজিদ পাহারা দিলেন খ্রিস্টান লেখক শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছে। সন্দেহভাজন হামলাকারী ব্রেন্টন ট্যারান্টের মধ্যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী প্রবণতা পাওয়া গেছে। ট্যারান্ট মনে করে  ‘মুসলিমদের জন্য ভীতিকর পরিস্থিতি’তৈরি করা উচিত এবং শ্বেতাঙ্গরা ‘গণহত্যার শিকার।’ হামলার কথা জানার পর একইদিনে ম্যানচেস্টারের বাসিন্দা ৫৭ বছর বয়সী অ্যান্ড্রু গ্রেস্টোন (৫৭) মুসলিমদের প্রতি সংহতি প্রকাশের জন্য শুক্রবার স্থানীয় মসজিদের সামনে অবস্থান নেন। তার হাতে ধরা কার্ডবোর্ডে লেখা ছিল, ‘আপনারা আমার বন্ধু। আপনাদের নামাজ আদায়কালে আমি পাহারা দেবো।’এমন কর্মকাণ্ডের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘আমার মনে হয়েছিল, যদি আমি মুসলিম হতাম, তাহলে আজ আমার মসজিদে যেতে কেমন লাগত? আমি হয়তো মনের মধ্যে শত্রুতা লালন করতাম, সেই সঙ্গে পেতাম ভয়। তাই আমি একটি কার্ড নিয়ে তাতে আমার বক্তব্য লিখলাম। তারপর চলে গেলাম বারলো সড়কে অবস্থিত মসজিদে। সেখানে দাঁড়িয়ে থাকলাম কার্ডটি হাতে নিয়ে।’
পশ্চিমে জঙ্গিবাদী হামলার সমান্তরালে ইসলামোফোবিক সংস্কৃতি এবং মুসলিমবিদ্বেষী হামলা জোরালো হওয়ার নজির মেলে সাম্প্রতিক পরিসংখ্যানে। গত বছর অক্টোবরে প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৭-১৮ সালে তখন পর্যন্ত ৮ হাজার ৩৩৬টি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা রেকর্ড করা হয়।  ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতিতে সে সময় বলা হয়, ‘ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত বর্ণবিদ্বেষী অপরাধ বিশ্লেষণ করে দেখা গেছে, অন্য সম্প্রদায়ের তুলনায় প্রাপ্তবয়স্ক মুসলিমদেরকে বেশি বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হতে হয়।’ এমন সময় তাদের নিরাপত্তার প্রশ্নটি সামনে আনলেন গ্রেস্টোন।
গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথমে মসজিদের সামনে হাতে কার্ড হাত একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বারলো মসজিদের মুসল্লিরা ভেবেছিলেন, গ্রেস্টোন তাদের বিরুদ্ধে কোনও প্রচারণা চালাতে সেখানে গিয়েছেন। কিন্তু কাছে এসে কার্ডের লেখা পড়ে তারা বুঝতে পারেন তার উদ্দেশ্য এবং ধন্যবাদ জানান। নামাজে যাওয়া মুসল্লিদের উদ্দেশে কথা বলা সময় মসজিদের ইমাম গ্রেস্টোনের প্রশংসা করেন। তিনি গার্ডিয়ানকে বলেন, ‘মসজিদ থেকে বের হয়ে শতাধিক মুসল্লি আমাকে ঘিরে ধরেন। তারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। দোয়া করেছেন। কেউ কেউ বলেছেন, মানবতার ওপর তাদের আস্থা আবার ফিরে এসেছে। আমি প্রায় এক লাখ ম্যাসেজ পেয়েছি গত চব্বিশ ঘণ্টায়। এদের মধ্যে নেতিবাচক ভাষ্যের বার্তা নেই বললেই চলে। ভয়ের বদলে বন্ধুত্বকে বেছে নেওয়ার শক্তি কতটা তা বুঝিয়ে দেয় এই ঘটনা।’
লেখক গ্রেস্টোন স্থানীয় চার্চের সঙ্গেও যুক্ত। তিনি গার্ডিয়ানকে জানিয়েছেন, আন্তধর্মীয় সংযোগ প্রতিষ্ঠার স্বার্থে সেখানকার পৃথক পৃথক ধর্মের সংগঠনগুলোর মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছেন তারা। সেই নেটওয়ার্ক নিয়ে তার বক্তব্য ‘ প্রশ্নটা আদতে ধর্মের নয়। প্রশ্নটা বন্ধুত্ব ও সহ-অবস্থানের... কখনও কখনও সেতুবন্ধন রচনায় প্রথম পদক্ষেপটা আপনারই নিতে হতে পারে।’

/এএমএ/বিএ/
সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি